চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং থ্রি মিলিয়ন ক্লাবে প্রবেশ করেছে। চলতি বছরে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং ৩০ লাখ ছাড়িয়ে গেছে। গত ৩০ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২৯ লাখ ৯২ হাজার ৫৩২ টিইইউস। পরদিন ১ ডিসেম্বর সেটি ৩০ লাখ ৪ হাজার ৩৮৬ টিইইউস ছাড়িয়ে যায়। এর মাধ্যমে কনটেইনার হ্যান্ডলিং থ্রি মিলিয়ন ক্লাবে প্রবেশ করেছে।
চট্টগ্রাম বন্দরের হিসেব অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে ২ লাখ ৬৫ হাজার ৩৬২, ফেব্রুয়ারিতে ২ লাখ ৪৫ হাজার ২৬, মার্চে ২ লাখ ৭৪ হাজার ৫৭৪, এপ্রিলে ২ লাখ ৫৫ হাজার ৩৬৯, মে মাসে ৩ লাখ ১৯৩, জুনে ২ লাখ ৭৪ হাজার ৭৭৩, জুলাইয়ে ২ লাখ ৭১ হাজার ৩৩৫, আগস্টে ২ লাখ ৭১ হাজার ৮৬৯, সেপ্টেম্বরে ২ লাখ ৮৩ হাজার ৩২৪, অক্টোবরে ২ লাখ ৭৫ হাজার ৩৮৯ এবং সদ্য বিদায়ী নভেম্বর মাসে ২ লাখ ৭৫ হাজার ৩১৮ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয় চট্টগ্রাম বন্দরে।এদিকে, কার্গো পণ্য হ্যান্ডলিংয়েও চট্টগ্রাম বন্দর এগিয়ে রয়েছে। গত ৩০ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দরে কার্গো পণ্য হ্যান্ডলিং হয়েছে ১১ কোটি ২৭ লাখ ৯৩ হাজার ৩৩৭ মেট্রিক টন। এসময় পর্যন্ত চট্টগ্রাম বন্দর মোট ৩ হাজার ৫২৬টি জাহাজ হ্যান্ডলিং করেছে। বছর শেষ হলে কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ের প্রবৃদ্ধি আগের বছরকে ছাড়িয়ে যাবে।
জানা গেছে, চলতি বছরের পুরো হিসেব করতে হলে চলতি ডিসেম্বর মাসের ৩১ তারিখ পর্যন্ত আরো ৩০দিন বাকি রয়েছে। তাই বন্দর কর্তৃপক্ষের ধারণা এ বছর বন্দরের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হতে পারে। যা সাড়ে ৩২ লাখ ছাড়িয়ে যেতে পারে। এর আগে বন্দরের ইতিহাসে সবচেয়ে বেশি হ্যান্ডলিং হয়েছিল ২০২১ সালে ৩২ লাখ ১৪ হাজার ৫৪৮ একক।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংয়ের হিসেব করা হয় সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত। সে হিসেবে গত ২ তারিখ সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর ৩০ লাখ ৪ হাজার ৩৮৬ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করে ফেলেছে। এখন পর্যন্ত পুরো ডিসেম্বর মাস পড়ে রয়েছে। আর গড়ে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন প্রায় সাড়ে ৮ হাজারের বেশি কনটেইনার হ্যান্ডলিং হয়। অর্থাৎ বছর শেষে এবার ২০২৪ সালে সাড়ে ৩২ লাখ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হতে পারে। যা হবে ইতিহাসের সর্বোচ্চ।
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং থ্রি মিলিয়ন ক্লাবে প্রবেশ করেছে। চলতি বছরে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং ৩০ লাখ ছাড়িয়ে গেছে। গত ৩০ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২৯ লাখ ৯২ হাজার ৫৩২ টিইইউস। পরদিন ১ ডিসেম্বর সেটি ৩০ লাখ ৪ হাজার ৩৮৬ টিইইউস ছাড়িয়ে যায়। এর মাধ্যমে কনটেইনার হ্যান্ডলিং থ্রি মিলিয়ন ক্লাবে প্রবেশ করেছে।
চট্টগ্রাম বন্দরের হিসেব অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে ২ লাখ ৬৫ হাজার ৩৬২, ফেব্রুয়ারিতে ২ লাখ ৪৫ হাজার ২৬, মার্চে ২ লাখ ৭৪ হাজার ৫৭৪, এপ্রিলে ২ লাখ ৫৫ হাজার ৩৬৯, মে মাসে ৩ লাখ ১৯৩, জুনে ২ লাখ ৭৪ হাজার ৭৭৩, জুলাইয়ে ২ লাখ ৭১ হাজার ৩৩৫, আগস্টে ২ লাখ ৭১ হাজার ৮৬৯, সেপ্টেম্বরে ২ লাখ ৮৩ হাজার ৩২৪, অক্টোবরে ২ লাখ ৭৫ হাজার ৩৮৯ এবং সদ্য বিদায়ী নভেম্বর মাসে ২ লাখ ৭৫ হাজার ৩১৮ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয় চট্টগ্রাম বন্দরে।এদিকে, কার্গো পণ্য হ্যান্ডলিংয়েও চট্টগ্রাম বন্দর এগিয়ে রয়েছে। গত ৩০ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দরে কার্গো পণ্য হ্যান্ডলিং হয়েছে ১১ কোটি ২৭ লাখ ৯৩ হাজার ৩৩৭ মেট্রিক টন। এসময় পর্যন্ত চট্টগ্রাম বন্দর মোট ৩ হাজার ৫২৬টি জাহাজ হ্যান্ডলিং করেছে। বছর শেষ হলে কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ের প্রবৃদ্ধি আগের বছরকে ছাড়িয়ে যাবে।
জানা গেছে, চলতি বছরের পুরো হিসেব করতে হলে চলতি ডিসেম্বর মাসের ৩১ তারিখ পর্যন্ত আরো ৩০দিন বাকি রয়েছে। তাই বন্দর কর্তৃপক্ষের ধারণা এ বছর বন্দরের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হতে পারে। যা সাড়ে ৩২ লাখ ছাড়িয়ে যেতে পারে। এর আগে বন্দরের ইতিহাসে সবচেয়ে বেশি হ্যান্ডলিং হয়েছিল ২০২১ সালে ৩২ লাখ ১৪ হাজার ৫৪৮ একক।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংয়ের হিসেব করা হয় সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত। সে হিসেবে গত ২ তারিখ সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর ৩০ লাখ ৪ হাজার ৩৮৬ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করে ফেলেছে। এখন পর্যন্ত পুরো ডিসেম্বর মাস পড়ে রয়েছে। আর গড়ে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন প্রায় সাড়ে ৮ হাজারের বেশি কনটেইনার হ্যান্ডলিং হয়। অর্থাৎ বছর শেষে এবার ২০২৪ সালে সাড়ে ৩২ লাখ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হতে পারে। যা হবে ইতিহাসের সর্বোচ্চ।