জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ একরামুল হক সাজিদদের বোন অশ্রুসিক্ত নয়নে বলেছন, আমার মা এখনও সাজিদের কাপড় বুকে নিয়ে ঘুমায়।
আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রেখে জাতীয় ঐক্যকে শক্তিশালী করার লক্ষ্যে ‘বিপ্লবত্তোর ছাত্র ঐক্য’ শীর্ষক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের তত্ত্বাবধায়নে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হচ্ছে।
শহীদ সাজিদের বড় বোন ফারজানা হক বলেন, নিজের চেয়ে নিজের ভাইয়ের নামে বেশি পরিচিত। কিন্তু এর যে কি কষ্ট সেটা আমরা বুঝতেছি। আমার মা এখনও সাজিদের কাপড় বুকে নিয়ে ঘুমায়।
আন্দোলনের শুরু থেকেই সাজিদ এক্টিভ ছিলো জানিয়ে ফারজানা বলেন, আমরা ওকে বারণ করেছিলাম। শুরুতে না গেলেও ও সারারাত জেগে থাকতো, নামাজ পড়তো। ওর অবস্থা দেখে আমরাও বলেছিলাম আন্দোলনে যেতে। আগস্টের ৪ তারিখ সে গুলিবিদ্ধ হয়। তারপর তার বন্ধু-বান্ধব, শিক্ষকরা আমাদের সহযোগিতা রয়েছে যার কারণে আজীবন কৃতজ্ঞ থাকবো।
ফারজানান হক বলেন, আমি আমার ভাই হারিয়েছে, আমার মতো অনেকে তাদের পরিবারের মানুষকে হারিয়েছে। যাদের হারিয়ে এই স্বাধীনতা সেটা যেন বৃথা না যায় তার জন্য সবাইকে একতা ধরে রাখার আহ্বান জানান তিনি।
আজকের এই অনুষ্ঠানে অতিধি হিসেবে উপস্থিত হয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ একরামুল হক সাজিদদের বোন অশ্রুসিক্ত নয়নে বলেছন, আমার মা এখনও সাজিদের কাপড় বুকে নিয়ে ঘুমায়।
আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রেখে জাতীয় ঐক্যকে শক্তিশালী করার লক্ষ্যে ‘বিপ্লবত্তোর ছাত্র ঐক্য’ শীর্ষক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের তত্ত্বাবধায়নে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হচ্ছে।
শহীদ সাজিদের বড় বোন ফারজানা হক বলেন, নিজের চেয়ে নিজের ভাইয়ের নামে বেশি পরিচিত। কিন্তু এর যে কি কষ্ট সেটা আমরা বুঝতেছি। আমার মা এখনও সাজিদের কাপড় বুকে নিয়ে ঘুমায়।
আন্দোলনের শুরু থেকেই সাজিদ এক্টিভ ছিলো জানিয়ে ফারজানা বলেন, আমরা ওকে বারণ করেছিলাম। শুরুতে না গেলেও ও সারারাত জেগে থাকতো, নামাজ পড়তো। ওর অবস্থা দেখে আমরাও বলেছিলাম আন্দোলনে যেতে। আগস্টের ৪ তারিখ সে গুলিবিদ্ধ হয়। তারপর তার বন্ধু-বান্ধব, শিক্ষকরা আমাদের সহযোগিতা রয়েছে যার কারণে আজীবন কৃতজ্ঞ থাকবো।
ফারজানান হক বলেন, আমি আমার ভাই হারিয়েছে, আমার মতো অনেকে তাদের পরিবারের মানুষকে হারিয়েছে। যাদের হারিয়ে এই স্বাধীনতা সেটা যেন বৃথা না যায় তার জন্য সবাইকে একতা ধরে রাখার আহ্বান জানান তিনি।
আজকের এই অনুষ্ঠানে অতিধি হিসেবে উপস্থিত হয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।