alt

শিক্ষা

নতুন শিক্ষাক্রম মূল্যায়ন কমিটির প্রধানই তদন্তের আওতায়

রাকিব উদ্দিন : শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪

‘শরীফার গল্প’সহ পাঠ্যবইয়ের ‘ভুল-ত্রুটি’ শনাক্ত করতে গঠিত মূল্যায়ন কমিটির কার্যক্রম ধীরগতিতে এগুচ্ছে। দুই সপ্তাহে কমিটি মাত্র ভার্চুয়ালি একটি সভা করেছে। এই কমিটির আহ্বায়ক ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআরবি) উপাচার্য অধ্যাপক আবদুর রশীদ। তার বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশেই অন্তত ‘অনিয়ম-দুর্নীতির’ ১০টি অভিযোগে তদন্ত করছে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসির তদন্তের ‘চাপে’ আবদুর রশীদ নতুন শিক্ষাক্রম মূল্যায়নে ঠিকমত সময় দিতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে। আবার সরকারের গুরুত্বপূর্ণ এই কমিটির দায়িত্বে থাকায় ইউজিসির তদন্ত কার্যক্রমেও ‘ঢিলেঢালা’ অবস্থা বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

যদিও অধ্যাপক আবদুর রশীদ শনিবার (১০ ফেব্রুয়ারি) সংবাদকে জানিয়েছেন, তারা ইতোমধ্যে একটি সভা করেছেন। এ বিষয়ে ‘পড়াশোনা’ করছেন। যত দ্রুত সম্ভব তারা আরেকটি সভা করবেন। খুব দ্রুত সম্ভব তারা শিক্ষা মন্ত্রণালয়ে ‘রিপোর্ট’ জমা দেবেন।

সপ্তম শ্রেণীর ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ বইয়ে পাঠের অংশ হিসেবে ‘শরীফার গল্প’ রাখা হয়েছে। এনিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে। এ বিষয়টি পর্যালোচনায় গত ২৪ জানুয়ারি পাঁচ সদস্যের কমিটি করে শিক্ষা মন্ত্রণালয়।

ইআরবি উপাচার্য আবদুর রশীদকে কমিটির আহ্বায়ক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবির) সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামানকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।

পাঁচ সদস্যের মূল্যায়ন কমিটির তিন সদস্য হলেন-ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর কফিল উদ্দীন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের পরিচালক অধ্যাপক আবদুল হালিম এবং ঢাকা সরকারি আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রশিদ।

এ কমিটির সঙ্গে সম্পৃক্ত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদকে জানিয়েছেন, আহ্বায়কের ‘ব্যস্ততা’ ও সদস্য সচিবের ‘অসুস্থতার’ কারণে তারা এ পর্যন্ত শুধু ভার্চুয়ালি একটি সভা করতে পেরেছেন।

মূল্যায়ন কমিটির ‘ঢিলেঢালা’ কার্যক্রমে আস্থাহীনতায় ভুগছেন এনসিটিবির কর্মকর্তারা। তারা কমিটির ওপর পুরোপুরি নির্ভরশীল না থেকে নিজস্ব উদ্যোগেই নতুন শিক্ষাক্রমে ছাপানো পাঠ্যবইয়ের ‘সমালোচিত’ বিষয়, ভুল-ত্রুটি বা কোনো সমস্যা থাকলে সেগুলো শনাক্তের চেষ্টা করছেন।

জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম সংবাদকে বলেন, তারা প্রতিটি বিষয়ের বই ‘ভালোভাবে’ পরীক্ষা-নিরীক্ষার জন্য বিষয়ভিত্তিক ‘অভিজ্ঞ’ শিক্ষকদের কাছে দিয়েছেন। এনসিটিবির বিষয় বিশেষজ্ঞরাও বইগুলি পূণরায় ‘ভালোভাবে’ পরীক্ষা-নিরীক্ষা করছেন। অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ক্লাস টিচাররাও ছোট-খাটো ভুল থাকলে ধরিয়ে দিচ্ছেন; নানা রকম পরামর্শ দিচ্ছেন। সাধারণ অভিভাবক ও নাগরিকরা ছোট-খাটো ভুল ধরিয়ে দিচ্ছেন। গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত পরামর্শ ও মতামতও আমলে নেয়া হচ্ছে।’

এনসিটিবির সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, দুই সপ্তাহের বেশি সময় অতিবাহিত হলেও অধ্যাপক আব্দুর রশীদের নেতৃত্বাধীন কমিটি মূল্যায়ন কার্যক্রম খুব একটা এগিয়ে নিতে পারেননি। কমিটির কার্যক্রমে এনসিটিবি আশাবাদী হতে পারছেন না। কারণ শিক্ষাবর্ষের দুই মাস চলে গেছে। শিক্ষার্থীদের যত দ্রুত সম্ভব ভুল-ত্রুটি ও শিক্ষাক্রমের ওপর সংশোধনী বা ব্যাখ্যা স্কুল পর্যায়ে পাঠাতে হবে। আবার আগামী শিক্ষাবর্ষের বই ছাপার প্রস্তুতিও নিতে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম সংবাদকে বলেছেন, ‘কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেই তিনি শিক্ষাক্রম মূল্যায়ন কমিটিতে থাকতে পারবে না, আমি সেটি মনে করি না। আমার মনে হয়, শরীফার গল্প নিয়ে যেহেতু ধর্মীয় উসকানি দেওয়া হচ্ছে, সেই বিবেচনায় হয়তো ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের উপাচার্যকে কমিটির প্রধান করা হয়েছে।’

তবে তিনি মনে করেন, মূল্যায়ন কমিটির কার্যক্রম এবং উপাচার্যের বিরুদ্ধে ইউজিসির তদন্ত-দুটিই গুরুত্বসহকারে করা উচিত।

২০২৩ শিক্ষাবর্ষে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হয়। চলতি শিক্ষাবর্ষে অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হয়েছে।

আবদুর রশীদের বিরুদ্ধে যত অভিযোগ

শিক্ষা মন্ত্রণালয় ইআরবি উপাচার্য প্রফেসর আব্দুর রশীদের বিরুদ্ধে ‘অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার’ অভিযোগ তদন্ত করতে গত বছরের ২৬ নভেম্বর ইউজিসি চেয়ারম্যানকে চিঠি দেয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘জনৈক ইমরুল হাসান কর্তৃক ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের প্রফেসর আবদুর রশীদের বিরুদ্ধে ১০টি অনিয়ম, দুনীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ দাখিল করা হয়েছে।’

উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, নিজের বাসার কাজের মেয়েকে বিশ^বিদ্যালয়ে পরিচ্ছন্নকর্মী হিসেবে নিয়োগ দেয়া, দুর্নীতির অভিযোগে একটি বিশ^বিদ্যালয় থেকে অব্যাহতি পাওয়া একজনকে ইআরবিতে নিয়োগ দেয়া, ইউজিসি নীতিমালা লঙ্গন করে অবসরপ্রাপ্ত একজনকে পরীক্ষা নিয়ন্ত্রক শাখায় নিয়োগ দেয়া, নিয়মরীতি উপেক্ষা করে পরিচালক (অর্থ ও হিসাব) পদে একজনকে নিয়োগ দেয়া, অস্থায়ী ভিত্তিতে নিয়োগ এক কর্মচারীকে ৯ম গ্রেডে বসানো, একটি গাড়ি মেরামতে ৬ লাখ টাকা ব্যয়ের অভিযোগ, বিশেষ প্রতিষ্ঠান থেকে ফার্নিচার ও মালামাল কেনা, উপ-উপাচার্যের সঙ্গে বিরোধ, কর্মকর্তা-কর্মচারীদের বিরোধ এবং উপাচার্যের বিরুদ্ধে ছাত্রজীবনে একটি বিশেষ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকা।

এসব অভিযোগের বিষয়ে ইআরবি উপাচার্য আবদুর রশীদ বলেন, অভিযোগগুলো সঠিক নয়। এই বিশ^বিদ্যালয়ে আগে থেকেই নানা সমস্যা ছিল, নিয়োগে নিয়ম-কানুন ঠিকমত মানা হয়নি। আগের প্রশাসন কোনো কাজই ঠিকমত করেনি। কোনো বিধিবিধান তৈরি হয়নি।

ইআরবি ‘সেভাবে (প্রাতিষ্ঠানিকভাবে) গড়ে ওঠেনি’ মন্তব্য করে তিনি বলেন, ‘ইউজিসির তদন্তের আলোকে দু’জনকে চাকরিচ্যুত করা হয়েছে। আরো দু-একজনের সমস্যা আছে। উপ-উপাচার্যের বিরুদ্ধেও অভিযোগ আছে। এসব পদক্ষেপ নেয়ার কারণেই আমার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ আনা হয়েছে।’

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি পদ শূন্য। জনবল ছাড়া কাজ করব কীভাবে? মূলত কাজ চালিয়ে নেয়ার জন্যই লিয়েনে, অস্থায়ীভাবে কয়েকজনকে নিয়োগ দেয়া হয়েছে। এখানে কোনো দুর্নীতি-অনিয়ম হয়নি।’

ছবি

মোঃ সবুর খানকে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সম্বর্ধনা

জাতীয় বিশ্ববিদ্যালয় অন-ক্যাম্পাসে ১ম মেধা তালিকা এবং ১ম অপেক্ষমান তালিকায় অন্তর্ভূক্ত শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি

ছবি

ঢাবির উপ-উপাচার্য পদ থেকে সরানো হল সামাদকে

ছবি

সচিবালয়ের সামনে শতাধিক ঢাবি শিক্ষার্থী

ছবি

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়, পরীক্ষাসহ ফিরছে যত নিয়ম

ছবি

মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন, ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ

ছবি

জবি থেকে উপাচার্য চায় শিক্ষার্থীরা, আলোচনায় কারা?

ছবি

উপাচার্য, উপ–উপাচার্য ও কোষাধ্যক্ষের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ অধ্যাপক

ছবি

ক্রমান্বয়ে বিশ্ববিদ্যালয় খোলার প্রক্রিয়া শুরু হবে : ঢাবি উপাচার্য

ছবি

এ বছর কমনওয়েলথ বৃত্তি পেয়েছেন ২৬ জন বাংলাদেশি

ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ

ছবি

বিএসএমএমইউর উপাচার্য হলেন সায়েদুর রহমান

ছবি

ঢাবির উপাচার্য হলেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান

ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান

ছবি

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে অচলাবস্থা,ট্রাস্টি বোর্ড পূর্নগঠনের দাবি

ছবি

অধ্যাপক মোহাম্মদ আবদুর রব মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ

ছবি

৪০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে এইচএসসি পরীক্ষার ফল

ভিসি নিয়োগ না করে পাবলিক বিশ্ববিদ্যালয় চালু হবে না : শিক্ষা উপদেষ্টা

ছবি

এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে হতাশা প্রকাশ শিক্ষা উপদেষ্টার

ছবি

দাবির মুখে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিল

ছবি

নতুন শিক্ষাক্রম থেকে পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়ার পরিকল্পনা ঘোষণা শিক্ষাউপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের

ছবি

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন বাড়ানো, সময়সীমা ১৮ আগস্ট পর্যন্ত

ছবি

বিশ্ববিদ্যালয় প্রশাসনে সৎ ও দল নিরপেক্ষ নেতাদের নিয়োগের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের

ছবি

ইইডি প্রধান প্রকৌশলীর পদত্যাগ

ছবি

প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালুর নির্দেশনা

ছবি

ভিকারুননিসার নতুন অধ্যক্ষ মাজেদা বেগম

ছবি

ঢাবি প্রক্টরসহ প্রক্টরিয়াল বডির ১৪ জনের পদত্যাগ 

ছবি

অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষা

ছবি

প্রশ্নপত্রের ক্ষতি, হচ্ছে না ১১ আগস্ট থেকে এইচএসসি

ছবি

পুড়ে গেছে প্রশ্ন, হচ্ছে না ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা

ছবি

অনির্দিষ্টকালের জন্য বন্ধ টেন মিনিট স্কুল

এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ

ছবি

কোটা সংস্কার আন্দোলনের কারণে স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ

ছবি

কোটা সংস্কার আন্দোলনের পর প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত

ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংসতায় ক্ষতিগ্রস্ত হলগুলো মেরামতের উদ্যোগ: উপাচার্য

চলতি সপ্তাহেই খুলতে পারে স্কুল-কলেজ

tab

শিক্ষা

নতুন শিক্ষাক্রম মূল্যায়ন কমিটির প্রধানই তদন্তের আওতায়

রাকিব উদ্দিন

শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪

‘শরীফার গল্প’সহ পাঠ্যবইয়ের ‘ভুল-ত্রুটি’ শনাক্ত করতে গঠিত মূল্যায়ন কমিটির কার্যক্রম ধীরগতিতে এগুচ্ছে। দুই সপ্তাহে কমিটি মাত্র ভার্চুয়ালি একটি সভা করেছে। এই কমিটির আহ্বায়ক ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআরবি) উপাচার্য অধ্যাপক আবদুর রশীদ। তার বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশেই অন্তত ‘অনিয়ম-দুর্নীতির’ ১০টি অভিযোগে তদন্ত করছে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসির তদন্তের ‘চাপে’ আবদুর রশীদ নতুন শিক্ষাক্রম মূল্যায়নে ঠিকমত সময় দিতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে। আবার সরকারের গুরুত্বপূর্ণ এই কমিটির দায়িত্বে থাকায় ইউজিসির তদন্ত কার্যক্রমেও ‘ঢিলেঢালা’ অবস্থা বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

যদিও অধ্যাপক আবদুর রশীদ শনিবার (১০ ফেব্রুয়ারি) সংবাদকে জানিয়েছেন, তারা ইতোমধ্যে একটি সভা করেছেন। এ বিষয়ে ‘পড়াশোনা’ করছেন। যত দ্রুত সম্ভব তারা আরেকটি সভা করবেন। খুব দ্রুত সম্ভব তারা শিক্ষা মন্ত্রণালয়ে ‘রিপোর্ট’ জমা দেবেন।

সপ্তম শ্রেণীর ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ বইয়ে পাঠের অংশ হিসেবে ‘শরীফার গল্প’ রাখা হয়েছে। এনিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে। এ বিষয়টি পর্যালোচনায় গত ২৪ জানুয়ারি পাঁচ সদস্যের কমিটি করে শিক্ষা মন্ত্রণালয়।

ইআরবি উপাচার্য আবদুর রশীদকে কমিটির আহ্বায়ক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবির) সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামানকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।

পাঁচ সদস্যের মূল্যায়ন কমিটির তিন সদস্য হলেন-ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর কফিল উদ্দীন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের পরিচালক অধ্যাপক আবদুল হালিম এবং ঢাকা সরকারি আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রশিদ।

এ কমিটির সঙ্গে সম্পৃক্ত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদকে জানিয়েছেন, আহ্বায়কের ‘ব্যস্ততা’ ও সদস্য সচিবের ‘অসুস্থতার’ কারণে তারা এ পর্যন্ত শুধু ভার্চুয়ালি একটি সভা করতে পেরেছেন।

মূল্যায়ন কমিটির ‘ঢিলেঢালা’ কার্যক্রমে আস্থাহীনতায় ভুগছেন এনসিটিবির কর্মকর্তারা। তারা কমিটির ওপর পুরোপুরি নির্ভরশীল না থেকে নিজস্ব উদ্যোগেই নতুন শিক্ষাক্রমে ছাপানো পাঠ্যবইয়ের ‘সমালোচিত’ বিষয়, ভুল-ত্রুটি বা কোনো সমস্যা থাকলে সেগুলো শনাক্তের চেষ্টা করছেন।

জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম সংবাদকে বলেন, তারা প্রতিটি বিষয়ের বই ‘ভালোভাবে’ পরীক্ষা-নিরীক্ষার জন্য বিষয়ভিত্তিক ‘অভিজ্ঞ’ শিক্ষকদের কাছে দিয়েছেন। এনসিটিবির বিষয় বিশেষজ্ঞরাও বইগুলি পূণরায় ‘ভালোভাবে’ পরীক্ষা-নিরীক্ষা করছেন। অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ক্লাস টিচাররাও ছোট-খাটো ভুল থাকলে ধরিয়ে দিচ্ছেন; নানা রকম পরামর্শ দিচ্ছেন। সাধারণ অভিভাবক ও নাগরিকরা ছোট-খাটো ভুল ধরিয়ে দিচ্ছেন। গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত পরামর্শ ও মতামতও আমলে নেয়া হচ্ছে।’

এনসিটিবির সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, দুই সপ্তাহের বেশি সময় অতিবাহিত হলেও অধ্যাপক আব্দুর রশীদের নেতৃত্বাধীন কমিটি মূল্যায়ন কার্যক্রম খুব একটা এগিয়ে নিতে পারেননি। কমিটির কার্যক্রমে এনসিটিবি আশাবাদী হতে পারছেন না। কারণ শিক্ষাবর্ষের দুই মাস চলে গেছে। শিক্ষার্থীদের যত দ্রুত সম্ভব ভুল-ত্রুটি ও শিক্ষাক্রমের ওপর সংশোধনী বা ব্যাখ্যা স্কুল পর্যায়ে পাঠাতে হবে। আবার আগামী শিক্ষাবর্ষের বই ছাপার প্রস্তুতিও নিতে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম সংবাদকে বলেছেন, ‘কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেই তিনি শিক্ষাক্রম মূল্যায়ন কমিটিতে থাকতে পারবে না, আমি সেটি মনে করি না। আমার মনে হয়, শরীফার গল্প নিয়ে যেহেতু ধর্মীয় উসকানি দেওয়া হচ্ছে, সেই বিবেচনায় হয়তো ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের উপাচার্যকে কমিটির প্রধান করা হয়েছে।’

তবে তিনি মনে করেন, মূল্যায়ন কমিটির কার্যক্রম এবং উপাচার্যের বিরুদ্ধে ইউজিসির তদন্ত-দুটিই গুরুত্বসহকারে করা উচিত।

২০২৩ শিক্ষাবর্ষে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হয়। চলতি শিক্ষাবর্ষে অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হয়েছে।

আবদুর রশীদের বিরুদ্ধে যত অভিযোগ

শিক্ষা মন্ত্রণালয় ইআরবি উপাচার্য প্রফেসর আব্দুর রশীদের বিরুদ্ধে ‘অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার’ অভিযোগ তদন্ত করতে গত বছরের ২৬ নভেম্বর ইউজিসি চেয়ারম্যানকে চিঠি দেয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘জনৈক ইমরুল হাসান কর্তৃক ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের প্রফেসর আবদুর রশীদের বিরুদ্ধে ১০টি অনিয়ম, দুনীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ দাখিল করা হয়েছে।’

উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, নিজের বাসার কাজের মেয়েকে বিশ^বিদ্যালয়ে পরিচ্ছন্নকর্মী হিসেবে নিয়োগ দেয়া, দুর্নীতির অভিযোগে একটি বিশ^বিদ্যালয় থেকে অব্যাহতি পাওয়া একজনকে ইআরবিতে নিয়োগ দেয়া, ইউজিসি নীতিমালা লঙ্গন করে অবসরপ্রাপ্ত একজনকে পরীক্ষা নিয়ন্ত্রক শাখায় নিয়োগ দেয়া, নিয়মরীতি উপেক্ষা করে পরিচালক (অর্থ ও হিসাব) পদে একজনকে নিয়োগ দেয়া, অস্থায়ী ভিত্তিতে নিয়োগ এক কর্মচারীকে ৯ম গ্রেডে বসানো, একটি গাড়ি মেরামতে ৬ লাখ টাকা ব্যয়ের অভিযোগ, বিশেষ প্রতিষ্ঠান থেকে ফার্নিচার ও মালামাল কেনা, উপ-উপাচার্যের সঙ্গে বিরোধ, কর্মকর্তা-কর্মচারীদের বিরোধ এবং উপাচার্যের বিরুদ্ধে ছাত্রজীবনে একটি বিশেষ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকা।

এসব অভিযোগের বিষয়ে ইআরবি উপাচার্য আবদুর রশীদ বলেন, অভিযোগগুলো সঠিক নয়। এই বিশ^বিদ্যালয়ে আগে থেকেই নানা সমস্যা ছিল, নিয়োগে নিয়ম-কানুন ঠিকমত মানা হয়নি। আগের প্রশাসন কোনো কাজই ঠিকমত করেনি। কোনো বিধিবিধান তৈরি হয়নি।

ইআরবি ‘সেভাবে (প্রাতিষ্ঠানিকভাবে) গড়ে ওঠেনি’ মন্তব্য করে তিনি বলেন, ‘ইউজিসির তদন্তের আলোকে দু’জনকে চাকরিচ্যুত করা হয়েছে। আরো দু-একজনের সমস্যা আছে। উপ-উপাচার্যের বিরুদ্ধেও অভিযোগ আছে। এসব পদক্ষেপ নেয়ার কারণেই আমার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ আনা হয়েছে।’

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি পদ শূন্য। জনবল ছাড়া কাজ করব কীভাবে? মূলত কাজ চালিয়ে নেয়ার জন্যই লিয়েনে, অস্থায়ীভাবে কয়েকজনকে নিয়োগ দেয়া হয়েছে। এখানে কোনো দুর্নীতি-অনিয়ম হয়নি।’

back to top