alt

নির্বাচন ‘একতরফা’ হবে না, ‘শতফুল’ ফুটবে

সংবাদ অনলাইন রিপোর্ট : বুধবার, ২২ নভেম্বর ২০২৩

দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেয়ার বাকি আছে ৭ দিন। আওয়ামী লীগ ও তার জোট শরিকদের পাশপাশি জাতীয় পার্টিও মনোনয়ন জমার কাজ গুছিয়ে আনছে। তবে নির্বাচনে না আসার সিদ্ধান্তে অটল বিএনপি ও সমমনা দলগুলো আন্দোলন অব্যাহত রেখেছে। দ্বাদশ সংসদ নির্বাচন কি দশম সংসদের পথে হাঁটছে, এমন আলোচনাও চলছে।

বিএনপি ভোটে না এলেও দ্বাদশ সংসদ নির্বাচন ‘একতরফা হবে না’ বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার দাবি, অনেক দল এবং ব্যক্তি পর্যায়ে অনেকে নির্বাচনে অংশ নেবেন। তার মতে, একটি দল (বিএনপি) বর্জন করলে নির্বাচনকে একতরফা বলার সুযোগ নেই।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটের তারিখ রেখে গত ১৫ নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন জমার সময় শেষ হবে ৩০ নভেম্বর।

নির্ধারিত সময়ে নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শেষে প্রার্থী চূড়ান্তের কাজ করছে। ক্ষমতাসীনদের জোট সঙ্গীরাও একই পথে আছে। বুধবার (২২ নভেম্বর) জাতীয় পার্টিও নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আদায়ে ব্যর্থ হয়ে বিএনপি ও তার মিত্ররা দশম সংসদ নির্বাচন বর্জন করেছিল। ২০১৪ সালের ৫ জানুয়ারি ওই নির্বাচনে আওয়ামী লীগ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। আওয়ামী লীগ সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচনে অংশ নিলেও এবার দ্বাদশ সংসদে বিএনপি তত্ত্বাবধায়কের দাবিতে আন্দোলন করছে। তবে আওয়ামী লীগ বলছে, সংবিধান অনুযায়ী তাদের অধীনেই নির্বাচন হবে।

বিএনপি ও সমমনাদের অভিযোগ, আওয়ামী লীগ আবারও ‘একতরফা’ নির্বাচনের পাঁয়তারা করছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের অভিযোগ, নির্বাচন অংশগ্রহণমূলক দেখাতে বিএনপিসহ সমমনা দলগুলোর নেতাদের ভোটে অংশ নিতে চাপ দেয়া হচ্ছে।

‘একতরফা নির্বাচনের অভিযোগ’ প্রসঙ্গে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার তেজগাঁওয়ে ঢাকা জেলা কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘বিএনপি আসবে না বলেই যে নির্বাচন একতরফা হবে- এটা ঠিক নয়, অনেকেই নির্বাচনে অংশ নেবে। অনেক দলই অংশ নেবে। একটি দলকে ঘিরে নির্বাচনের সিদ্ধান্ত হতে পারে না। একটা দলের জন্য সব কিছু বলা বা এ ব্যাপারে উপসংহারে পৌঁছা ঠিক নয়।’

এদিকে, বিএনপি থেকে সরে আসা নেতাদের গঠন করা দল বিএনএম ও তৃণমূল বিএনপি ভোটে আসার সিদ্ধান্ত জানিয়েছে। বিএনপির সঙ্গে জোটে থাকা কল্যাণ পার্টিও বুধবার নির্বাচন করার ঘোষণা দিয়েছে; নিবন্ধিত আরও দুটি দল নিয়ে নির্বাচনী জোটও গঠন করেছে।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের আসর জমে গেছে। অনেকে ভেবেছিল নির্বাচনে কারা আসবে, কারা আসবে না। তবে ফুল ফুটতে শুরু করেছে, আরো অনেক ফুল ফুটবে। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়া পর্যন্ত শত ফুল ফুটবে। আমরা হ্যাপি। এ নিয়ে কেউ চিন্তা করবেন না।’

বুধবার ঢাকা জেলা কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে উপকমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের সমন্বয় সভা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন কাদের। এর আগে এখানে কমনওয়েলথ প্রাক-নির্বাচনী দলের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দুটি অনুষ্ঠান শেষেই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।

আওয়ামী লীগের ইশতেহার এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে বলেও জানান তিনি।

কল্যাণ পার্টির ‘যুক্তফ্রন্ট’

‘একদফা’ দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল বাংলাদেশ কল্যাণ পার্টি। তবে সিদ্ধান্ত পাল্টে ভোটে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। সেই লক্ষ্যে ১২ দলীয় জোটের সঙ্গ ছেড়ে তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন জোট গঠন করেছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, আন্দোলন ছেড়ে ভোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় তাকে ‘মীরজাফর’ বলা হতে পারে, তা তিনি জানেন। ঝুঁকি মেনেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তারা চান, দ্বাদশ জাতীয় নির্বাচন ‘গ্রহণযোগ্য’ হোক। কল্যাণ পার্টি ছাড়া যুক্তফ্রন্টের বাকি দুই দল হলো বাংলাদেশ মুসলিম লীগ এবং বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন)।

নির্বাচনে অংশ নেয়ার জন্য কোনো চাপ আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দ ইবরাহিম বলেন, ‘আমি আর আমার দলের নেতাকর্মীরা এতদিন কষ্ট করে রাজনীতি করেছি। আমাদের টিকে থাকার একটা সীমা আছে। আমাকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছে, আমি কি নিশ্চুপ থাকব, নাকি বিকল্প পন্থা অবলম্বন করব। আমি বিকল্প পন্থাটা নিলাম।’

বহিষ্কার

এদিকে, বুধবার যুক্তফ্রন্ট গঠন করার পর কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও মুসলিম লীগের চেয়ারম্যান জুলফিকার বুলবুল চৌধুরীকে বহিষ্কার করেছে ১২ দলীয় জোট। জোটের শীর্ষ পর্যায়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে এক বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে জোটের নেতারা বলেন, ‘সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বহুমাত্রিক রূপ ধারণ করে আন্দোলনের নামে সরকারি সুবিধা গ্রহণ করেছেন। দেশের এ দুঃসময়ে জনগণের সঙ্গে বেইমানি করায় তিনি একজন মীরজাফর ও বিশ্বাসঘাতক বলে ভবিষ্যতে বিবেচিত হবেন।’

সুযোগ খুঁজছে তৃণমূল বিএনপি

বিএনপির নির্বাচন বর্জনের সুযোগ কাজে লাগিয়ে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ খুঁজছে সম্প্রতি নিবন্ধন পাওয়া দল তৃণমূল বিএনপি। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও মন্ত্রী নাজমুল হুদার হাতে গড়া দলটির বর্তমান চেয়ারম্যান বিএনপির আরেক সাবেক নেতা সমশের মুবিন চৌধুরী। মহাসচিবের দায়িত্ব পেয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা তৈমূর আলম খন্দকার।

গত রোববার রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করে প্রায় দুই ঘণ্টা আলোচনা করেছেন দলের শীর্ষ নেতারা।

ইতোমধ্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলটি। পাশাপাশি সদস্য সংগ্রহ ও জোট গঠনের তৎপরতাও চালাচ্ছে। বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের ভেড়ানোর চেষ্টাও চলছে। দলের দপ্তর সূত্র জানায়, নীলফামারী-৩ আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এম কে আলম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য উকিল আবদুস সাত্তারের ছেলে মাইনুল হাসান তুষার, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকী তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন।

এদিকে, ১৫টি অনিবন্ধিত ইসলামী দলের জোট প্রগতিশীল ইসলামী জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে তৃণমূল বিএনপির। এই জোটের প্রার্থীরা তৃণমূল বিএনপির প্রতীকে নির্বাচন করবেন বলে জানা গেছে। গত শনিবার নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়ে দলটি জানিয়েছে, প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীরা তৃণমূল বিএনপির প্রতীক ‘সোনালি আঁশ’ ব্যবহার করবেন।

নির্বাচনী প্রস্তুতিতে বিএনএম

নতুন নিবন্ধন পাওয়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নেতৃত্বে আছেন বিএনপির সাবেক কয়েকজন নেতা। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এই দলের প্রধান হচ্ছেন সম্প্রতি এমন গুঞ্জন ছিল। তবে এখনও তা হয়নি।

বিএনএমের ২০১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে শাহ মো. আবু জাফর (সাবেক সংসদ সদস্য, ফরিদপুর-১ আসন), মো. আব্দুল ওহাব (সাবেক সংসদ সদস্য, ঝিনাইদহ-১ আসন), দেওয়ান শামসুল আবেদিন (সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ-৪ আসন) ও অধ্যাপক আবদুর রহমান (সাবেক সংসদ সদস্য, বরগুনা-২ আসন) এবং মহাসচিব হিসেবে আছেন ড. মো. শাহজাহান।

শীঘ্রই দলটির চেয়ারম্যানের নাম ঘোষণা হবে বলে গত সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে জানিয়েছেন বিএনএম মহাসচিব ও মুখপাত্র শাহজাহান। কোনো জোটে নয়, বিএনএম এককভাবে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে এবং ৩০০ আসনে প্রার্থী দেবে বলে এ সময় ঘোষণা দেন তিনি।

জাতীয় পার্টি

আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না বলে এতদিন দাবি করে আসছিল তাদের দীর্ঘদিনের মিত্র জাতীয় পার্টি (জাপা)। দলের প্রধান পৃষ্ঠপোষকের পদে থাকা সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করে ভোটে অংশ নেয়ার ঘোষণা দিলেও জি এম কাদেরের নেতৃত্বাধীন জাপা নির্বাচনে যাবে কি যাবে না, তা স্পষ্ট ছিল না। আলোচনা ছিল এবার জি এম কাদের বিএনপির সঙ্গে ‘হাত মেলাতে পারেন’।

তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ একাধিক নেতা আগেই বলেছিলেন, জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে।

বুধবার নির্বাচনে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে পার্টির চেয়ারম্যান জি এম কাদের নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পার্টির চেয়ারম্যানের নির্দেশে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে, আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করছি।’

‘বিরোধী দলগুলোকে চাপ দেয়া হচ্ছে’

নির্বাচনে অংশ নেয়ার জন্য বিরোধী দলগুলো চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ‘একতরফা’ তফসিলের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে গত সোমবার ডাকা হরতালে এক সংক্ষিপ্ত সমাবেশে নুর এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘সরকার জনগণের কথা শুনছে না। জনগণের মতামত উপেক্ষা করে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, যা তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। নির্বাচনে যাওয়ার জন্য বিরোধী দলগুলোকে চাপ দেয়া হচ্ছে। ইতোমধ্যে অনেকে ভাগবাটোয়ারার জন্য লাইন দিয়েছে। কাজেই এখন কারা দেশপ্রেমিক, কারা সুবিধাবাদী দালাল- সেটা চেনার সময়।’

চাপ দিলে অনেকেই নির্বাচনে আসতো

তবে নুরের এই অভিযোগ সত্য নয় বলে দাবি করে আসছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।

বিএনপি নেতৃত্বাধীন জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা বুধবার আরেকটি জোট করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এখানে আরও অনেক বিএনপির সাবেক নেতাকে আমরা দেখছি, বিভিন্ন দলে তারা আসছেন। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে চাপ সৃষ্টি করে তাদের নির্বাচনে আনা হচ্ছে, নাকি তারা স্বতঃস্ফূর্তভাবে আসছে- বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘চাপ সৃষ্টি করলে তো বিএনপির আরও অনেক নেতা চলে আসতেন। আমরা কাউকে চাপ সৃষ্টি করছি না। বিএনপির এ অপরাজনীতির সঙ্গে তারা দ্বিমত পোষণ করেন।’

নাশকতা প্রতিহত করাই লক্ষ্য

তেজগাঁওয়ে দলের উপকমিটির সভায় ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে বাস্তবভিত্তিক পরিকল্পনা দরকার। নাশকতা ঠেকানো দরকার, অপপ্রচার প্রতিহত করতে হবে। নাশকতাই বিএনপির এখন অস্ত্র। তারা নাশকতা করে নির্বাচন ভন্ডুল করতে চাইবে। তবে, নির্বাচন ভন্ডুল করতে পারবে না। কারণ নির্বাচন এখন জনগণের কাছে চলে গেছে। নির্বাচন এখন জনগণের সম্পদ। নির্বাচন বানচালের কোনো চেষ্টাই আর সফল হবে না।’

দলীয় প্রার্থী ঠিক করার প্রক্রিয়া সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের মনোনয়ন প্রক্রিয়া গণতান্ত্রিক। অভ্যন্তরীণ গণতন্ত্র আমরা অনুসরণ করি। জনমত জরিপ, সরকারি জরিপ ছাড়াও প্রধানমন্ত্রীর নিজস্ব একটা সেল আছে। সবগুলো মিলিয়ে যার নম্বর বেশি তাকেই মনোনয়নের জন্য বিবেচনা করা হয়। সব বিবেচনা করে গ্রহণযোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেয়া হবে।’

শক্তিধর দেশগুলো মধ্যপ্রাচ্য নিয়ে ব্যস্ত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘শক্তিধর দেশগুলো নিয়ে এখন মাথা ঘামানোর কিছু নেই। যারা আমাদের নিয়ে মাথা ঘামাবে তারা এখন মধ্যপ্রাচ্য নিয়ে ব্যস্ত। হামাস ইসরাইল নিয়ে ব্যস্ত, রাশিয়া-ইউক্রেন নিয়ে ব্যস্ত। তারা কে নিষেধাজ্ঞা, ভিসানীতি দিলো সেটা নিয়ে আমরা মাথা ঘামাই না। আমাদের শক্তি জনগণ। জনগণ সঙ্গে আছে তফসিল ঘোষণার পর সেটি প্রমাণ হয়ে গেছে। তফসিল ঘোষণার পর উৎসবমুখর প্রতিটি গ্রাম, শহর। কাজেই আমরা বিজয়ী হবো। মুক্তিযুদ্ধ বিজয়ী হবে। শেখ হাসিনার নেতৃত্বে আবারো মুক্তিযুদ্ধ বিজয়ী হবে।’

কমনওয়েলথ প্রাক-নির্বাচনী দলের সঙ্গে বৈঠক

বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনের কথা অবহিত করা হয়েছে। ইসির আইনগত কাঠামো ও স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টিও জানানো হয়েছে। আমরা তাদের কাছে জানতে চেয়েছি, কোন দেশটি গণতন্ত্রের দিক থেকে পারফেক্ট। সেটা তারাও বলতে পারেননি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি যে সহিংসতা কিংবা চোরাগোপ্তা হামলা করছে, সেখানে নিষেধাজ্ঞা কোথায়? আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে তাহলে নিষেধাজ্ঞা কেন? শান্তিপূর্ণ নির্বাচনে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হওয়া উচিত।’ কমনওয়েলথ পর্যবেক্ষক পাঠাবে কিনা এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, তারা ইতিবাচক। তারা প্রতিনিধি পাঠাতে পারে। আলোচনায় তাই মনে হয়েছে।’

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্নেল ফারুক খান (অব.), নির্বাচন পর্যবেক্ষক উপকমিটির আহ্বায়ক অ্যাম্বাসেডর মো. জিয়াউদ্দিন, সদস্যসচিব এবং অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

সময় ঠিক করে তফসিল পেছালে সমস্যা নেই

বিএনপি নির্বাচনে এলে, আনুষ্ঠানিকভাবে জানালে নিয়ম মেনে তফসিল পেছানো এবং আলোচনার সুযোগ আছে বলে মন্তব্য করেছিলেন একজন নির্বাচন কমিশনার। বুধবার একই মত দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। বুধবার কুমিল্লা সার্কিট হাউজে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মত দেন তিনি।

তফসিল পেছানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তেজগাঁওয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সময়সীমা ঠিক রেখে নির্বাচন কমিশন যদি তফসিল আগে-পিছে করে, তা হলে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই। নির্বাচনের বিষয়টা পুরোই ইসির। সময়সীমা ঠিক রেখে তারা যদি কোনো সমন্বয় করে, সেটা ইসির বিষয়।’ সংবিধান অনুযায়ী, আগামী ২৯ নভেম্বরের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে।

ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগুন ও অবরোধ

ছবি

সিলেট-৪: ‘স্বঘোষিত’ প্রার্থী আরিফুলকে নিয়ে বিএনপিতে ‘বহিরাগত’ বিতর্ক, বিক্ষোভ

ছবি

গণভোট নয়, জনগণের সমস্যা সমাধানে নজর দিন: তারেক রহমান

ছবি

আওয়ামী লীগের কেউ যেন স্বতন্ত্র প্রার্থীও হতে না পারে: সিইসিকে গণঅধিকার পরিষদ

ছবি

বিএনপি নেতা আমীর খসরু: বাসে অগ্নিসংযোগের ঘটনা যে কেউ করতে পারে

ছবি

চোরা রাস্তা দিয়ে আওয়ামী লীগ দেশে আসার স্বপ্ন দেখছে: রিজভী

সুনামগঞ্জ-১ আসন: ‘প্রাথমিক মনোনীত প্রার্থী’ বলায় মাইক্রোফোন কেড়ে নিলেন বিএনপির প্রার্থী আনিসুল

ছবি

জুলাই সনদের বাইরে যে কোনো সিদ্ধান্তের দায় সরকারের ওপরই বর্তাবে: বিএনপি

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, দুইজন কারাগারে

ছবি

গণভোটের আগে কোনো নির্বাচন নয়, জামায়াত ও সঙ্গী-সাথীদের হুঁশিয়ারি

ছবি

অবশ্যই নির্বাচন হতে হবে, গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যেতে হবে: হাসনাত

ছবি

ভোটকে এতো ভয় কেন... কারন অস্তিত্বই থাকবে না : মির্জা ফখরুল

ছবি

জামায়াত আমিরের হুঁশিয়ারি: জুলাই সনদ ছাড়া কোনো নির্বাচন হবে না

ছবি

‘সিটের বিনিময়ে স্বপ্ন বিক্রি’: নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেইসবুক স্ট্যাটাস নিয়ে আলোচনা

ছবি

এনসিপি কার্যালয়ের   ককটেল হামলার দুই আসামি কারাগারে

নির্বাচন নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে: হাওলাদার

ছবি

একাত্তরের ইতিহাস ভুলিয়ে দিতে চায় একটি চক্র: মির্জা ফখরুল

ছবি

সংবিধানে গণভোট নেই বললে ২০২৬ সালেও নির্বাচন নেই : জামায়াতের নেতা হামিদুর রহমান

ছবি

"পোস্টাল ভোট বিডি" অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর :  নির্বাচন কমিশন

ছবি

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা, সাবেক দুই এমপিসহ আসামি ৮ শতাধিক

অর্থনীতি ও সংস্কার নিয়ে আইএমএফের সঙ্গে বিএনপির বৈঠক

ছবি

খালেদা জিয়ার আসনে এনসিপির চূড়ান্ত মনোনয়ন চান জোবায়ের

ছবি

বহিষ্কৃত ৪০ নেতার পদ ফিরিয়ে দিলো বিএনপি

নির্বাচনের অপেক্ষায় স্থবির দেশ, বিনিয়োগ ও পারিবারিক সিদ্ধান্তও থমকে গেছে: আমীর খসরু

ছবি

অর্থনীতি ও সংস্কার নিয়ে আইএমএফের সঙ্গে বিএনপির বৈঠক

ছবি

নির্বাচনের অপেক্ষায় স্থবির দেশ: আমীর খসরু

ছবি

ঢাকা থেকে নির্বাচনের ঘোষণা আসিফ মাহমুদের, বললেন, ‘সরকারের সিদ্ধান্তে পদত্যাগ’

‘বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে থাকবে গণতন্ত্র মানবাধিকার ও ভোটাধিকার’

ছবি

‘আমেরিকা থেকে আসা শিক্ষিত লোকজন আমাদের ঘাড়ে গণভোট চাপাচ্ছে’ : মির্জা ফখরুল

ছবি

নিবন্ধন প্রশ্নে আমজনতার দলকে আইনসম্মত পথে আসার আহ্বান ইসি সচিবের

বিএনপির হাত ধরে বারবার গণতন্ত্র এসেছে: অ্যাটর্নি জেনারেল

বিএনপি থেকে ৫ শতাংশ শিক্ষককে মনোনয়ন দেয়ার দাবি

ছবি

নিবন্ধনের দাবিতে ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে অনশনে আমজনতার সদস্য সচিব

ছবি

সংবিধানে গণভোটের কিছু নেই: আমীর খসরু

ছবি

আগেই গণভোট, নইলে কঠোর আন্দোলন: জামায়াতসহ ৮ দলের হুঁশিয়ারি

ছবি

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান

tab

নির্বাচন ‘একতরফা’ হবে না, ‘শতফুল’ ফুটবে

সংবাদ অনলাইন রিপোর্ট

বুধবার, ২২ নভেম্বর ২০২৩

দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেয়ার বাকি আছে ৭ দিন। আওয়ামী লীগ ও তার জোট শরিকদের পাশপাশি জাতীয় পার্টিও মনোনয়ন জমার কাজ গুছিয়ে আনছে। তবে নির্বাচনে না আসার সিদ্ধান্তে অটল বিএনপি ও সমমনা দলগুলো আন্দোলন অব্যাহত রেখেছে। দ্বাদশ সংসদ নির্বাচন কি দশম সংসদের পথে হাঁটছে, এমন আলোচনাও চলছে।

বিএনপি ভোটে না এলেও দ্বাদশ সংসদ নির্বাচন ‘একতরফা হবে না’ বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার দাবি, অনেক দল এবং ব্যক্তি পর্যায়ে অনেকে নির্বাচনে অংশ নেবেন। তার মতে, একটি দল (বিএনপি) বর্জন করলে নির্বাচনকে একতরফা বলার সুযোগ নেই।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটের তারিখ রেখে গত ১৫ নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন জমার সময় শেষ হবে ৩০ নভেম্বর।

নির্ধারিত সময়ে নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শেষে প্রার্থী চূড়ান্তের কাজ করছে। ক্ষমতাসীনদের জোট সঙ্গীরাও একই পথে আছে। বুধবার (২২ নভেম্বর) জাতীয় পার্টিও নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আদায়ে ব্যর্থ হয়ে বিএনপি ও তার মিত্ররা দশম সংসদ নির্বাচন বর্জন করেছিল। ২০১৪ সালের ৫ জানুয়ারি ওই নির্বাচনে আওয়ামী লীগ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। আওয়ামী লীগ সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচনে অংশ নিলেও এবার দ্বাদশ সংসদে বিএনপি তত্ত্বাবধায়কের দাবিতে আন্দোলন করছে। তবে আওয়ামী লীগ বলছে, সংবিধান অনুযায়ী তাদের অধীনেই নির্বাচন হবে।

বিএনপি ও সমমনাদের অভিযোগ, আওয়ামী লীগ আবারও ‘একতরফা’ নির্বাচনের পাঁয়তারা করছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের অভিযোগ, নির্বাচন অংশগ্রহণমূলক দেখাতে বিএনপিসহ সমমনা দলগুলোর নেতাদের ভোটে অংশ নিতে চাপ দেয়া হচ্ছে।

‘একতরফা নির্বাচনের অভিযোগ’ প্রসঙ্গে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার তেজগাঁওয়ে ঢাকা জেলা কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘বিএনপি আসবে না বলেই যে নির্বাচন একতরফা হবে- এটা ঠিক নয়, অনেকেই নির্বাচনে অংশ নেবে। অনেক দলই অংশ নেবে। একটি দলকে ঘিরে নির্বাচনের সিদ্ধান্ত হতে পারে না। একটা দলের জন্য সব কিছু বলা বা এ ব্যাপারে উপসংহারে পৌঁছা ঠিক নয়।’

এদিকে, বিএনপি থেকে সরে আসা নেতাদের গঠন করা দল বিএনএম ও তৃণমূল বিএনপি ভোটে আসার সিদ্ধান্ত জানিয়েছে। বিএনপির সঙ্গে জোটে থাকা কল্যাণ পার্টিও বুধবার নির্বাচন করার ঘোষণা দিয়েছে; নিবন্ধিত আরও দুটি দল নিয়ে নির্বাচনী জোটও গঠন করেছে।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের আসর জমে গেছে। অনেকে ভেবেছিল নির্বাচনে কারা আসবে, কারা আসবে না। তবে ফুল ফুটতে শুরু করেছে, আরো অনেক ফুল ফুটবে। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়া পর্যন্ত শত ফুল ফুটবে। আমরা হ্যাপি। এ নিয়ে কেউ চিন্তা করবেন না।’

বুধবার ঢাকা জেলা কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে উপকমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের সমন্বয় সভা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন কাদের। এর আগে এখানে কমনওয়েলথ প্রাক-নির্বাচনী দলের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দুটি অনুষ্ঠান শেষেই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।

আওয়ামী লীগের ইশতেহার এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে বলেও জানান তিনি।

কল্যাণ পার্টির ‘যুক্তফ্রন্ট’

‘একদফা’ দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল বাংলাদেশ কল্যাণ পার্টি। তবে সিদ্ধান্ত পাল্টে ভোটে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। সেই লক্ষ্যে ১২ দলীয় জোটের সঙ্গ ছেড়ে তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন জোট গঠন করেছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, আন্দোলন ছেড়ে ভোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় তাকে ‘মীরজাফর’ বলা হতে পারে, তা তিনি জানেন। ঝুঁকি মেনেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তারা চান, দ্বাদশ জাতীয় নির্বাচন ‘গ্রহণযোগ্য’ হোক। কল্যাণ পার্টি ছাড়া যুক্তফ্রন্টের বাকি দুই দল হলো বাংলাদেশ মুসলিম লীগ এবং বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন)।

নির্বাচনে অংশ নেয়ার জন্য কোনো চাপ আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দ ইবরাহিম বলেন, ‘আমি আর আমার দলের নেতাকর্মীরা এতদিন কষ্ট করে রাজনীতি করেছি। আমাদের টিকে থাকার একটা সীমা আছে। আমাকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছে, আমি কি নিশ্চুপ থাকব, নাকি বিকল্প পন্থা অবলম্বন করব। আমি বিকল্প পন্থাটা নিলাম।’

বহিষ্কার

এদিকে, বুধবার যুক্তফ্রন্ট গঠন করার পর কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও মুসলিম লীগের চেয়ারম্যান জুলফিকার বুলবুল চৌধুরীকে বহিষ্কার করেছে ১২ দলীয় জোট। জোটের শীর্ষ পর্যায়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে এক বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে জোটের নেতারা বলেন, ‘সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বহুমাত্রিক রূপ ধারণ করে আন্দোলনের নামে সরকারি সুবিধা গ্রহণ করেছেন। দেশের এ দুঃসময়ে জনগণের সঙ্গে বেইমানি করায় তিনি একজন মীরজাফর ও বিশ্বাসঘাতক বলে ভবিষ্যতে বিবেচিত হবেন।’

সুযোগ খুঁজছে তৃণমূল বিএনপি

বিএনপির নির্বাচন বর্জনের সুযোগ কাজে লাগিয়ে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ খুঁজছে সম্প্রতি নিবন্ধন পাওয়া দল তৃণমূল বিএনপি। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও মন্ত্রী নাজমুল হুদার হাতে গড়া দলটির বর্তমান চেয়ারম্যান বিএনপির আরেক সাবেক নেতা সমশের মুবিন চৌধুরী। মহাসচিবের দায়িত্ব পেয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা তৈমূর আলম খন্দকার।

গত রোববার রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করে প্রায় দুই ঘণ্টা আলোচনা করেছেন দলের শীর্ষ নেতারা।

ইতোমধ্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলটি। পাশাপাশি সদস্য সংগ্রহ ও জোট গঠনের তৎপরতাও চালাচ্ছে। বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের ভেড়ানোর চেষ্টাও চলছে। দলের দপ্তর সূত্র জানায়, নীলফামারী-৩ আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এম কে আলম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য উকিল আবদুস সাত্তারের ছেলে মাইনুল হাসান তুষার, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকী তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন।

এদিকে, ১৫টি অনিবন্ধিত ইসলামী দলের জোট প্রগতিশীল ইসলামী জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে তৃণমূল বিএনপির। এই জোটের প্রার্থীরা তৃণমূল বিএনপির প্রতীকে নির্বাচন করবেন বলে জানা গেছে। গত শনিবার নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়ে দলটি জানিয়েছে, প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীরা তৃণমূল বিএনপির প্রতীক ‘সোনালি আঁশ’ ব্যবহার করবেন।

নির্বাচনী প্রস্তুতিতে বিএনএম

নতুন নিবন্ধন পাওয়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নেতৃত্বে আছেন বিএনপির সাবেক কয়েকজন নেতা। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এই দলের প্রধান হচ্ছেন সম্প্রতি এমন গুঞ্জন ছিল। তবে এখনও তা হয়নি।

বিএনএমের ২০১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে শাহ মো. আবু জাফর (সাবেক সংসদ সদস্য, ফরিদপুর-১ আসন), মো. আব্দুল ওহাব (সাবেক সংসদ সদস্য, ঝিনাইদহ-১ আসন), দেওয়ান শামসুল আবেদিন (সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ-৪ আসন) ও অধ্যাপক আবদুর রহমান (সাবেক সংসদ সদস্য, বরগুনা-২ আসন) এবং মহাসচিব হিসেবে আছেন ড. মো. শাহজাহান।

শীঘ্রই দলটির চেয়ারম্যানের নাম ঘোষণা হবে বলে গত সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে জানিয়েছেন বিএনএম মহাসচিব ও মুখপাত্র শাহজাহান। কোনো জোটে নয়, বিএনএম এককভাবে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে এবং ৩০০ আসনে প্রার্থী দেবে বলে এ সময় ঘোষণা দেন তিনি।

জাতীয় পার্টি

আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না বলে এতদিন দাবি করে আসছিল তাদের দীর্ঘদিনের মিত্র জাতীয় পার্টি (জাপা)। দলের প্রধান পৃষ্ঠপোষকের পদে থাকা সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করে ভোটে অংশ নেয়ার ঘোষণা দিলেও জি এম কাদেরের নেতৃত্বাধীন জাপা নির্বাচনে যাবে কি যাবে না, তা স্পষ্ট ছিল না। আলোচনা ছিল এবার জি এম কাদের বিএনপির সঙ্গে ‘হাত মেলাতে পারেন’।

তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ একাধিক নেতা আগেই বলেছিলেন, জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে।

বুধবার নির্বাচনে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে পার্টির চেয়ারম্যান জি এম কাদের নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পার্টির চেয়ারম্যানের নির্দেশে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে, আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করছি।’

‘বিরোধী দলগুলোকে চাপ দেয়া হচ্ছে’

নির্বাচনে অংশ নেয়ার জন্য বিরোধী দলগুলো চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ‘একতরফা’ তফসিলের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে গত সোমবার ডাকা হরতালে এক সংক্ষিপ্ত সমাবেশে নুর এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘সরকার জনগণের কথা শুনছে না। জনগণের মতামত উপেক্ষা করে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, যা তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। নির্বাচনে যাওয়ার জন্য বিরোধী দলগুলোকে চাপ দেয়া হচ্ছে। ইতোমধ্যে অনেকে ভাগবাটোয়ারার জন্য লাইন দিয়েছে। কাজেই এখন কারা দেশপ্রেমিক, কারা সুবিধাবাদী দালাল- সেটা চেনার সময়।’

চাপ দিলে অনেকেই নির্বাচনে আসতো

তবে নুরের এই অভিযোগ সত্য নয় বলে দাবি করে আসছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।

বিএনপি নেতৃত্বাধীন জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা বুধবার আরেকটি জোট করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এখানে আরও অনেক বিএনপির সাবেক নেতাকে আমরা দেখছি, বিভিন্ন দলে তারা আসছেন। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে চাপ সৃষ্টি করে তাদের নির্বাচনে আনা হচ্ছে, নাকি তারা স্বতঃস্ফূর্তভাবে আসছে- বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘চাপ সৃষ্টি করলে তো বিএনপির আরও অনেক নেতা চলে আসতেন। আমরা কাউকে চাপ সৃষ্টি করছি না। বিএনপির এ অপরাজনীতির সঙ্গে তারা দ্বিমত পোষণ করেন।’

নাশকতা প্রতিহত করাই লক্ষ্য

তেজগাঁওয়ে দলের উপকমিটির সভায় ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে বাস্তবভিত্তিক পরিকল্পনা দরকার। নাশকতা ঠেকানো দরকার, অপপ্রচার প্রতিহত করতে হবে। নাশকতাই বিএনপির এখন অস্ত্র। তারা নাশকতা করে নির্বাচন ভন্ডুল করতে চাইবে। তবে, নির্বাচন ভন্ডুল করতে পারবে না। কারণ নির্বাচন এখন জনগণের কাছে চলে গেছে। নির্বাচন এখন জনগণের সম্পদ। নির্বাচন বানচালের কোনো চেষ্টাই আর সফল হবে না।’

দলীয় প্রার্থী ঠিক করার প্রক্রিয়া সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের মনোনয়ন প্রক্রিয়া গণতান্ত্রিক। অভ্যন্তরীণ গণতন্ত্র আমরা অনুসরণ করি। জনমত জরিপ, সরকারি জরিপ ছাড়াও প্রধানমন্ত্রীর নিজস্ব একটা সেল আছে। সবগুলো মিলিয়ে যার নম্বর বেশি তাকেই মনোনয়নের জন্য বিবেচনা করা হয়। সব বিবেচনা করে গ্রহণযোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেয়া হবে।’

শক্তিধর দেশগুলো মধ্যপ্রাচ্য নিয়ে ব্যস্ত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘শক্তিধর দেশগুলো নিয়ে এখন মাথা ঘামানোর কিছু নেই। যারা আমাদের নিয়ে মাথা ঘামাবে তারা এখন মধ্যপ্রাচ্য নিয়ে ব্যস্ত। হামাস ইসরাইল নিয়ে ব্যস্ত, রাশিয়া-ইউক্রেন নিয়ে ব্যস্ত। তারা কে নিষেধাজ্ঞা, ভিসানীতি দিলো সেটা নিয়ে আমরা মাথা ঘামাই না। আমাদের শক্তি জনগণ। জনগণ সঙ্গে আছে তফসিল ঘোষণার পর সেটি প্রমাণ হয়ে গেছে। তফসিল ঘোষণার পর উৎসবমুখর প্রতিটি গ্রাম, শহর। কাজেই আমরা বিজয়ী হবো। মুক্তিযুদ্ধ বিজয়ী হবে। শেখ হাসিনার নেতৃত্বে আবারো মুক্তিযুদ্ধ বিজয়ী হবে।’

কমনওয়েলথ প্রাক-নির্বাচনী দলের সঙ্গে বৈঠক

বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনের কথা অবহিত করা হয়েছে। ইসির আইনগত কাঠামো ও স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টিও জানানো হয়েছে। আমরা তাদের কাছে জানতে চেয়েছি, কোন দেশটি গণতন্ত্রের দিক থেকে পারফেক্ট। সেটা তারাও বলতে পারেননি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি যে সহিংসতা কিংবা চোরাগোপ্তা হামলা করছে, সেখানে নিষেধাজ্ঞা কোথায়? আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে তাহলে নিষেধাজ্ঞা কেন? শান্তিপূর্ণ নির্বাচনে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হওয়া উচিত।’ কমনওয়েলথ পর্যবেক্ষক পাঠাবে কিনা এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, তারা ইতিবাচক। তারা প্রতিনিধি পাঠাতে পারে। আলোচনায় তাই মনে হয়েছে।’

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্নেল ফারুক খান (অব.), নির্বাচন পর্যবেক্ষক উপকমিটির আহ্বায়ক অ্যাম্বাসেডর মো. জিয়াউদ্দিন, সদস্যসচিব এবং অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

সময় ঠিক করে তফসিল পেছালে সমস্যা নেই

বিএনপি নির্বাচনে এলে, আনুষ্ঠানিকভাবে জানালে নিয়ম মেনে তফসিল পেছানো এবং আলোচনার সুযোগ আছে বলে মন্তব্য করেছিলেন একজন নির্বাচন কমিশনার। বুধবার একই মত দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। বুধবার কুমিল্লা সার্কিট হাউজে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মত দেন তিনি।

তফসিল পেছানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তেজগাঁওয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সময়সীমা ঠিক রেখে নির্বাচন কমিশন যদি তফসিল আগে-পিছে করে, তা হলে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই। নির্বাচনের বিষয়টা পুরোই ইসির। সময়সীমা ঠিক রেখে তারা যদি কোনো সমন্বয় করে, সেটা ইসির বিষয়।’ সংবিধান অনুযায়ী, আগামী ২৯ নভেম্বরের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে।

back to top