সিরিজ ড্রয়ের পর ট্রফি হাতে দুই অধিনায়ক
আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ারডে ম্যাচে জিতে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ যুবরা। রোববার,(০৯ নভেম্বর ২০২৫) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আজিজুল হাকিম তামিমের শতকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২ উইকেটে হারায় আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলকে। টস জয়ী আফগানিস্তান ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে করে ২০৮। দলের পক্ষে ওসমান ৬৮, মাহবুব খান ৪০ ও উজাইরুল্লাহ ৩২ রান করেন। সামিউল বশির রাতুল ৩৩ রানে ২টি উইকেট নেন। ২০৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে অধিনায়ক তামিমের অনবদ্য শতকে বাংলাদেশ যুবরা ২৫ বল হাতে রেখে ৮ উইকেট খুইয়ে টার্গেট পূর্ণ করে (২১১ রান)। তামিম ১১৮ বলে ৩ ছক্কা ও সাত বাউন্ডারিতে করে ১০০ রান। আফগানিস্তানের ওয়াহিদুল্লাহ জর্ডান ২৫ রানে ৪ উইকেট নেন। বাংলাদশের অধিনায়ক তামিম প্ল্রেয়ার অব দ্য ম্যাচ হন। তার হাতে পুরস্কার তুলে দেন ম্যাচ রেফারি তামিম চৌধুরী। এ সময় ভেনু্যু ম্যানেজার মো. সাইফুল্লাহ খান জেম উপস্থিত ছিলেন। পাঁচ ম্যাচের সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। প্রথমটিতে বাংলাদেশ জিতেছিল ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে। দ্বিতীয় ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তৃতীয় ও চতুর্থ ম্যাচে জয়ী হয় আফগান যুব দল।
সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ২০৮/৮ (ওসমান ৬৮, উজাইরউল্লাহ ৩২, মাহবুব ৪০; সাদ ১/৩৮-১, শাহরিয়া ১/৫৪, সামিউন ২/৩৩, শাহরিয়ার ১/৩২)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৫.৫ ওভারে ২১১/৮ (আজিজুল ১০০, রিজান ২৭, ফরিদ ২৩, শাহরিয়ার ১৭*, স্বাধীন ৪*; সালাম ২/৩৯, ওয়াহিদউল্লাহ ৪/২৫, উজাইরউল্লাহ ২/৪১)।
ম্যাচসেরা: আজিজুল হাকিম তামিম।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
সিরিজ ড্রয়ের পর ট্রফি হাতে দুই অধিনায়ক
রোববার, ০৯ নভেম্বর ২০২৫
আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ারডে ম্যাচে জিতে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ যুবরা। রোববার,(০৯ নভেম্বর ২০২৫) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আজিজুল হাকিম তামিমের শতকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২ উইকেটে হারায় আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলকে। টস জয়ী আফগানিস্তান ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে করে ২০৮। দলের পক্ষে ওসমান ৬৮, মাহবুব খান ৪০ ও উজাইরুল্লাহ ৩২ রান করেন। সামিউল বশির রাতুল ৩৩ রানে ২টি উইকেট নেন। ২০৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে অধিনায়ক তামিমের অনবদ্য শতকে বাংলাদেশ যুবরা ২৫ বল হাতে রেখে ৮ উইকেট খুইয়ে টার্গেট পূর্ণ করে (২১১ রান)। তামিম ১১৮ বলে ৩ ছক্কা ও সাত বাউন্ডারিতে করে ১০০ রান। আফগানিস্তানের ওয়াহিদুল্লাহ জর্ডান ২৫ রানে ৪ উইকেট নেন। বাংলাদশের অধিনায়ক তামিম প্ল্রেয়ার অব দ্য ম্যাচ হন। তার হাতে পুরস্কার তুলে দেন ম্যাচ রেফারি তামিম চৌধুরী। এ সময় ভেনু্যু ম্যানেজার মো. সাইফুল্লাহ খান জেম উপস্থিত ছিলেন। পাঁচ ম্যাচের সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। প্রথমটিতে বাংলাদেশ জিতেছিল ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে। দ্বিতীয় ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তৃতীয় ও চতুর্থ ম্যাচে জয়ী হয় আফগান যুব দল।
সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ২০৮/৮ (ওসমান ৬৮, উজাইরউল্লাহ ৩২, মাহবুব ৪০; সাদ ১/৩৮-১, শাহরিয়া ১/৫৪, সামিউন ২/৩৩, শাহরিয়ার ১/৩২)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৫.৫ ওভারে ২১১/৮ (আজিজুল ১০০, রিজান ২৭, ফরিদ ২৩, শাহরিয়ার ১৭*, স্বাধীন ৪*; সালাম ২/৩৯, ওয়াহিদউল্লাহ ৪/২৫, উজাইরউল্লাহ ২/৪১)।
ম্যাচসেরা: আজিজুল হাকিম তামিম।