alt

উপ-সম্পাদকীয়

শোনার গান, দেখার টান : অনুভূতির ভোঁতা সময়

গাজী তারেক আজিজ

: বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

একসময় গান ছিল কানে শোনার বিষয়। চোখ বন্ধ করে রেডিও শোনা হতো, মনে মনে ছবি আঁকা চলতÑ গানের কথায় ভেসে যেত মানুষ স্মৃতির স্রোতে। তখন ছিল ক্যাসেট প্লেয়ার, রেডিও, ডেকসেট কিংবা কম্প্যাক্ট ডিস্কের যুগ। এরপর এলো এমপ্লিফায়ার, এমপিথ্রি প্লেয়ার, এফএম রেডিও, আর ডাউনলোড করে গান শোনার অভ্যাস। শব্দ, সুর আর আবেগের একত্র সহাবস্থান ছিল তখন।

আজ সে বাস্তবতা অনেকটাই বদলে গেছে। এখন গান ‘শোনা’ নয়, ‘দেখা’ হয়। ইউটিউব, ফেসবুক, রিলস, টিকটকের স্ক্রিনে গানের স্থান। শ্রবণের অভিজ্ঞতা রূপ নিয়েছে দৃষ্টির আনন্দে।

এই পরিবর্তন শুধু প্রযুক্তির কারণে নয়; এটি এক সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক রূপান্তর। গান এখন আর নিছক সুর বা কথার বিষয় নয়Ñ এটি এখন এক ভিজ্যুয়াল প্যাকেজ, যার কেন্দ্রবিন্দুতে আছে দৃশ্য, পোশাক, লোকেশন ও শরীরী ভাষা। প্রশ্ন হচ্ছে, এই রূপান্তর আমাদের ব্যক্তি জীবন, সংস্কৃতি ও সমাজকে কিভাবে প্রভাবিত করছে? এবং এর পরিণতি কী হতে পারে?

শ্রোতা থেকে দর্শক : মননের পরিবর্তন গান শোনার মাধ্যম বদলেছে। রেডিওর জায়গা নিয়েছে স্মার্টফোন, ক্যাসেটের জায়গায় এসেছে স্ট্রিমিং অ্যাপ; কিন্তু শুধু মাধ্যম নয়, বদলে গেছে গানের আত্মাও।

মানুষ এখন পুরো গান শোনে না, ৩০ সেকেন্ডের ক্লিপ দেখে। গানের আবেদন সুর-শব্দে নয়, বরং ভিডিওর ঝলমলে রূপে। যার পোশাক আকর্ষণীয়, ভিডিওতে বিদেশি লোকেশন ও আকর্ষণীয় নাচ আছে, সেই-ই আজকের ‘ভিউসের রাজা’।

এই ভিউস নির্ভরতা শ্রোতাকে পরিণত করছে দর্শকে। মনোযোগের জায়গা দখল করছে চোখ। ফলে হারিয়ে যাচ্ছে সেই মনোসংযোগ, যা গান শোনার মৌলিক শর্ত। আগে গান শোনা হতো বিবিধ ভারতী, বিটিভির ‘ছায়াছন্দ’ বা ‘ইত্যাদির’ মাধ্যমে। এখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম রিলস, টিকটকÑসবই ভিউসের যুদ্ধক্ষেত্র।

গান ‘হিট’ হয় যদি ভিডিও ভাইরাল হয়। শিল্পীর কণ্ঠ, গানের কথা, সুরÑ এসব প্রেক্ষাপটে পড়ে থাকে। ভিডিওতে চটক, শরীরী উপস্থাপন, লোকেশন ও ক্যামেরার কারসাজি মূল বিবেচ্য হয়। এই জনপ্রিয়তা বেশিরভাগ সময়ই হয় ক্ষণস্থায়ীÑদীর্ঘস্থায়ী শ্রবণের অভিজ্ঞতা নয়।

প্রযুক্তির উৎকর্ষ না বাজারের অপব্যবহার? অবশ্যই প্রযুক্তির অগ্রগতি আমাদের নতুন সুযোগ এনে দিয়েছে। ইউটিউব, স্পটিফাই, অ্যামাজন মিউজিকÑ সবই আমাদের গানকে কাছে এনে দিয়েছে; কিন্তু যখন সেই প্রযুক্তি কেবল মনোযোগ ছিনিয়ে নেওয়ার প্রতিযোগিতায় ব্যবহৃত হয়, তখন তা সাংস্কৃতিক ক্ষতির কারণ হয়।

একসময় গান ছিল অনুভবের বিষয়। এখন তা প্রদর্শনের উপাদান। গানের চেয়ে ভিডিওতে বেশি বাজেট বরাদ্দ হয়। কণ্ঠশিল্পীর গায়কির চেয়ে মডেলের শরীর গুরুত্ব পায়। অথচ একটা সময় ছিল, গান তৈরি হতো কথা ও সুরকে ঘিরে। এখন আগে লেখা হয় ভিডিওর স্ক্রিপ্ট, পরে হয় গান। শিল্পী বাছাইয়ে মাপকাঠি হয়ে দাঁড়ায় ‘কে দেখতে ভালো লাগবে’। ফলে অনেক ভালো শিল্পী গান প্রকাশ করতে পারছেন না, শুধুমাত্র ভিডিও না থাকার কারণে।

গান ছিল আবেগের একান্ত জায়গা। কেউ ভালোবাসায় আঘাত পেলে গান শুনত, কেউ আনন্দে গান ধরত। এখন সেই জায়গা দখল করে নিয়েছে ‘সেলিব্রিটির কেমন পোশাক ছিল’ বা ‘কে কিভাবে নাচল’ সেই আলোচনা।

সামাজিক প্রভাব : পরিবারের ভিত নড়ছে একসঙ্গে বসে গান শোনার যে পারিবারিক ঐতিহ্য ছিল, তা আজ হারিয়ে গেছে। এখন গান মানেই একাকী স্ক্রিনের সামনে সময় কাটানো। শিশুরা গান শুনে শেখে না, দেখে শেখেÑযেখানে থাকে ফ্যাশন, গ্ল্যামার এবং কখনো অশালীন অঙ্গভঙ্গি। এই ভিজ্যুয়াল সংস্কৃতি তাদের ভাষা, রুচি ও মানসে নেতিবাচক প্রভাব ফেলছে।

যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় দেখা গেছে, নিয়মিত স্ক্রিননির্ভর গান গ্রহণ করলে শিশু-কিশোরদের মনোযোগ কমে, ভাষা বিকাশে ব্যাঘাত ঘটে। বাংলাদেশেও এর প্রতিফলন আমরা আশপাশেই দেখতে পাচ্ছি।

ব্যক্তিগত পরিণতি : ক্লান্তি ও আবেগের সংকোচন গান শোনা এক সময় ধ্যানের মতো ছিল। এখন একটার পর একটা শর্টস দেখতে দেখতে শ্রোতা পরিণত হয় শ্রান্ত দর্শকে। এর ফলেÑ মনোযোগ কমে যায়, স্নায়বিক চাপ বাড়ে, আবেগের গভীরতা হারায়। শরীর ক্লান্ত না হলেও, মস্তিষ্ক হয়ে পড়ে অবসন্ন। শিল্পীর কণ্ঠ ও গানের গভীরতা ঢেকে যায় ক্যামেরা আর এডিটিংয়ের চাকচিক্যে।

সৃজনশীলতার সংকট : গান নয়, কনটেন্ট এক সময় গান ছিল শিল্প। এখন তা কনটেন্ট। গানের বিষয় নির্ধারিত হয় প্ল্যাটফর্মের অ্যালগরিদম মাথায় রেখেÑ‘ব্রেকআপ’, ‘রোমান্স’, ‘ট্রেন্ডিং’। ভাইরাল হবে কি না, সেটাই এখন মুখ্য। ফলত সত্যিকারের শিল্পীরা হারিয়ে যাচ্ছেন। যারা ভালো গান করেন, কিন্তু ভিজ্যুয়াল উপস্থাপন দিতে পারেন নাÑ তারা আজ অবহেলিত। এই ফাঁকে হিরো আলমদের উত্থান ঘটে।

শ্রবণচর্চার অবসান : স্মৃতিহীন প্রজন্ম? এক সময় বলা হতো ‘অন্তরে গান বাজে’। আজ তা যেন শুধুই বাক্য। গান এখন হয়ে গেছে চটুল, ক্ষণস্থায়ী, স্মৃতিবর্জিত। আগামীর প্রজন্ম হয়তো বলবে না, ‘ওই গানটা শুনে প্রথম প্রেমে পড়েছিলাম।’ বরং বলবে, ‘ওই রিলটা ভাইরাল হয়েছিল।’

উদ্বেগ : শ্রোতা সংস্কৃতির বিলুপ্তি শ্রোতা হারালে শিল্পীও হারিয়ে যায়। শ্রোতা তৈরি হয় পরিবারে, পাঠশালায়, সাংস্কৃতিক চর্চায়। আজ সেটা বিলীনপ্রায়। এর ফলে আমরা হারাচ্ছি- কবিতার গানের ঐতিহ্য, লোকগানের প্রাণ, আধ্যাত্মিক গানের গভীরতা, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক বাংলা গান, বাউল- মরমীÑসবই কোণঠাসা; পথ আছে, যদি ইচ্ছা থাকে আমরা কি পারি না আবার শ্রোতা হতে? পারি নিশ্চয়ই, যদি আমরা অডিও সংস্কৃতি চর্চা করি- রেডিও শুনি, স্পিকার চালিয়ে গান শুনি।

মনোযোগ দিয়ে শ্রবণ অভ্যাস গড়ে তুলি- কথার মানে বুঝি, সুর অনুধাবন করি। ভালো শিল্পীদের উৎসাহ দিই- যারা ভিডিও নয়, গানকেই ভালোবাসেন। শিশুদের গান শোনার শিক্ষা দিই- শুধু গান নয়, গান শোনার রীতিও শেখাই।

গান শোনা কেন বিজ্ঞানসম্মতভাবে উপকারী? ডোপামিন নিঃসরণ : প্রিয় গান শুনলে মস্তিষ্কে আনন্দের হরমোন ডোপামিন নিঃসরণ হয়, যা প্রশান্তি আনে। স্ট্রেস কমায় : ধীরগতির গান করটিসল কমায়Ñসেজন্য সংগীত থেরাপিতে শুধু অডিও ব্যবহার হয়।

মনোযোগ বাড়ায়, স্মৃতিশক্তি উন্নত করে: আলঝেইমার রোগীদের ক্ষেত্রেও সংগীত থেরাপি কার্যকর।

গান দেখা কি ক্ষতিকর? না, ভালো ভিডিও প্রশান্তিও দিতে পারে। কিন্তু বারবার স্ক্রিন দেখা : চোখ ও মস্তিষ্কে ক্লান্তি আনে, মনোযোগ সরিয়ে নেয় সুর থেকে দৃশ্যে, উত্তেজনা বা বিভ্রান্তি বাড়ায়, বিশেষত শিশুদের ক্ষেত্রে। চিকিৎসাবিজ্ঞানের মতে, শ্রবণসংগীতই প্রকৃত ‘সঙ্গীতচিকিৎসা’। গান যদি হৃদয় ছোঁয়, তবে তা হয় শান্তির ওষুধ।

উপসংহার প্রযুক্তি দরকার, ভিজ্যুয়াল দরকারÑতবে গানকে যদি কেবল চোখের বিনোদনে সীমাবদ্ধ রাখি, তাহলে তা সাংস্কৃতিক আত্মঘাতের শামিল। গান যদি মন না ছোঁয়, কানে না বাজে, হৃদয় না দুলায়Ñতবে তা গান নয়, নিছক ডিজিটাল ক্লিপ। এই রোবোটিক যুগে দরকার কিছু আবেগের আশ্রয়। গান হতে পারে সেই আশ্রয়Ñযদি আমরা তাকে শোনার অধিকার দিই। তাই আসুন, আবার শুনি। দেখি নয়Ñশুনি।

[লেখক : অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ফেনী]

সর্বজনীন শিক্ষার বলয়ের বাইরে আদিবাসীরা : অন্তর্ভুক্তির লড়াইয়ে বৈষম্যের দেয়াল

ছবি

ছিন্নপত্রে বাংলাদেশের প্রকৃতি ও রবীন্দ্র চেতনা

ভেতরের অদৃশ্য অপরাধ : সমাজের বিপন্ন মানসিকতা

দারিদ্র্য ও বৈষম্য নিরসনে খাসজমি ও জলার গুরুত্ব

অবহেলিত কৃষক ও বাজার ব্যবস্থার বৈষম্য

রাক্ষুসে মাছের দাপটে বিপন্ন দেশীয় মাছ : করণীয় কী?

বজ্রপাতের আতঙ্কে জনজীবন

তাহলে কি ঘৃণায় ছেয়ে যাবে দেশ, মানবজমিন রইবে পতিত

কর্পোরেট ও ব্যক্তিগত সামাজিক দায়বদ্ধতা

‘রাখাইন করিডর’ : একটি ভূ-রাজনৈতিক বিশ্লেষণ

ভিন্নমতের ভয়, নির্বাচনের দোলাচল ও অন্তর্বর্তী সরকারের কৌশলী অবস্থান

সমুদ্রসম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা

কৃষি শিক্ষা হোক উদ্যোক্তা গড়ার মাধ্যম

রঙ্গব্যঙ্গ : কোটের কেবল রং বদলায়

মে দিবসের চেতনা বনাম বাস্তবতা

শ্রম আইন ও অধিকার প্রতিষ্ঠায় চাই আন্তরিকতা

বাসযোগ্যতা সূচকে ঢাকা কেন এত পিছিয়ে

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল : নিরাপদ যাত্রার প্রত্যাশা

কর ফাঁকি : অর্থনীতির জন্য এক অশনি সংকেত

১৯৯১ সালের ঘূর্ণিঝড় : উপকূলীয় সুরক্ষার শিক্ষা

যখন নদীগুলো অস্ত্র হয়ে ওঠে

বিশ্ববিদ্যালয়গুলোর গুণগত মান উন্নয়নে গবেষণা ও উদ্ভাবন

বজ্রপাত ও তালগাছ : প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা

কুষ্ঠ ও বৈষম্য : মানবাধিকারের প্রশ্নে একটি অবহেলিত অধ্যায়

ছবি

প্রান্তজনের বাংলাদেশ

অতীতের ছায়ায় নতুন বাংলাদেশ : দুর্নীতি, উগ্রপন্থা ও সরকারের দায়

সাইবার নিরাপত্তা : অদৃশ্য যুদ্ধের সামনে আমাদের প্রস্তুতি

ছবি

বাহান্নর গর্ভে জন্ম নেয়া এক ঝড়ের পাখি

প্রবাসী শ্রমিক : অর্থের যন্ত্র নয়, রাষ্ট্রের সহযোদ্ধা

রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ

ভোগবাদের বিরুদ্ধে পোপ ফ্রান্সিসের জলবায়ু বার্তা

রম্যগদ্য : হাসি নিষেধ...

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন : দাবি ও সমাধানের পথ

সিরিয়ার পতন কিভাবে আমেরিকার স্বার্থকে হুমকিতে ফেলছে

পরিবারতত্ত্ব ও পরিবারতন্ত্র : বিকল্প রাষ্ট্রচিন্তার সন্ধানে

বিশ্ব ধরিত্রী দিবস

tab

উপ-সম্পাদকীয়

শোনার গান, দেখার টান : অনুভূতির ভোঁতা সময়

গাজী তারেক আজিজ

বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

একসময় গান ছিল কানে শোনার বিষয়। চোখ বন্ধ করে রেডিও শোনা হতো, মনে মনে ছবি আঁকা চলতÑ গানের কথায় ভেসে যেত মানুষ স্মৃতির স্রোতে। তখন ছিল ক্যাসেট প্লেয়ার, রেডিও, ডেকসেট কিংবা কম্প্যাক্ট ডিস্কের যুগ। এরপর এলো এমপ্লিফায়ার, এমপিথ্রি প্লেয়ার, এফএম রেডিও, আর ডাউনলোড করে গান শোনার অভ্যাস। শব্দ, সুর আর আবেগের একত্র সহাবস্থান ছিল তখন।

আজ সে বাস্তবতা অনেকটাই বদলে গেছে। এখন গান ‘শোনা’ নয়, ‘দেখা’ হয়। ইউটিউব, ফেসবুক, রিলস, টিকটকের স্ক্রিনে গানের স্থান। শ্রবণের অভিজ্ঞতা রূপ নিয়েছে দৃষ্টির আনন্দে।

এই পরিবর্তন শুধু প্রযুক্তির কারণে নয়; এটি এক সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক রূপান্তর। গান এখন আর নিছক সুর বা কথার বিষয় নয়Ñ এটি এখন এক ভিজ্যুয়াল প্যাকেজ, যার কেন্দ্রবিন্দুতে আছে দৃশ্য, পোশাক, লোকেশন ও শরীরী ভাষা। প্রশ্ন হচ্ছে, এই রূপান্তর আমাদের ব্যক্তি জীবন, সংস্কৃতি ও সমাজকে কিভাবে প্রভাবিত করছে? এবং এর পরিণতি কী হতে পারে?

শ্রোতা থেকে দর্শক : মননের পরিবর্তন গান শোনার মাধ্যম বদলেছে। রেডিওর জায়গা নিয়েছে স্মার্টফোন, ক্যাসেটের জায়গায় এসেছে স্ট্রিমিং অ্যাপ; কিন্তু শুধু মাধ্যম নয়, বদলে গেছে গানের আত্মাও।

মানুষ এখন পুরো গান শোনে না, ৩০ সেকেন্ডের ক্লিপ দেখে। গানের আবেদন সুর-শব্দে নয়, বরং ভিডিওর ঝলমলে রূপে। যার পোশাক আকর্ষণীয়, ভিডিওতে বিদেশি লোকেশন ও আকর্ষণীয় নাচ আছে, সেই-ই আজকের ‘ভিউসের রাজা’।

এই ভিউস নির্ভরতা শ্রোতাকে পরিণত করছে দর্শকে। মনোযোগের জায়গা দখল করছে চোখ। ফলে হারিয়ে যাচ্ছে সেই মনোসংযোগ, যা গান শোনার মৌলিক শর্ত। আগে গান শোনা হতো বিবিধ ভারতী, বিটিভির ‘ছায়াছন্দ’ বা ‘ইত্যাদির’ মাধ্যমে। এখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম রিলস, টিকটকÑসবই ভিউসের যুদ্ধক্ষেত্র।

গান ‘হিট’ হয় যদি ভিডিও ভাইরাল হয়। শিল্পীর কণ্ঠ, গানের কথা, সুরÑ এসব প্রেক্ষাপটে পড়ে থাকে। ভিডিওতে চটক, শরীরী উপস্থাপন, লোকেশন ও ক্যামেরার কারসাজি মূল বিবেচ্য হয়। এই জনপ্রিয়তা বেশিরভাগ সময়ই হয় ক্ষণস্থায়ীÑদীর্ঘস্থায়ী শ্রবণের অভিজ্ঞতা নয়।

প্রযুক্তির উৎকর্ষ না বাজারের অপব্যবহার? অবশ্যই প্রযুক্তির অগ্রগতি আমাদের নতুন সুযোগ এনে দিয়েছে। ইউটিউব, স্পটিফাই, অ্যামাজন মিউজিকÑ সবই আমাদের গানকে কাছে এনে দিয়েছে; কিন্তু যখন সেই প্রযুক্তি কেবল মনোযোগ ছিনিয়ে নেওয়ার প্রতিযোগিতায় ব্যবহৃত হয়, তখন তা সাংস্কৃতিক ক্ষতির কারণ হয়।

একসময় গান ছিল অনুভবের বিষয়। এখন তা প্রদর্শনের উপাদান। গানের চেয়ে ভিডিওতে বেশি বাজেট বরাদ্দ হয়। কণ্ঠশিল্পীর গায়কির চেয়ে মডেলের শরীর গুরুত্ব পায়। অথচ একটা সময় ছিল, গান তৈরি হতো কথা ও সুরকে ঘিরে। এখন আগে লেখা হয় ভিডিওর স্ক্রিপ্ট, পরে হয় গান। শিল্পী বাছাইয়ে মাপকাঠি হয়ে দাঁড়ায় ‘কে দেখতে ভালো লাগবে’। ফলে অনেক ভালো শিল্পী গান প্রকাশ করতে পারছেন না, শুধুমাত্র ভিডিও না থাকার কারণে।

গান ছিল আবেগের একান্ত জায়গা। কেউ ভালোবাসায় আঘাত পেলে গান শুনত, কেউ আনন্দে গান ধরত। এখন সেই জায়গা দখল করে নিয়েছে ‘সেলিব্রিটির কেমন পোশাক ছিল’ বা ‘কে কিভাবে নাচল’ সেই আলোচনা।

সামাজিক প্রভাব : পরিবারের ভিত নড়ছে একসঙ্গে বসে গান শোনার যে পারিবারিক ঐতিহ্য ছিল, তা আজ হারিয়ে গেছে। এখন গান মানেই একাকী স্ক্রিনের সামনে সময় কাটানো। শিশুরা গান শুনে শেখে না, দেখে শেখেÑযেখানে থাকে ফ্যাশন, গ্ল্যামার এবং কখনো অশালীন অঙ্গভঙ্গি। এই ভিজ্যুয়াল সংস্কৃতি তাদের ভাষা, রুচি ও মানসে নেতিবাচক প্রভাব ফেলছে।

যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় দেখা গেছে, নিয়মিত স্ক্রিননির্ভর গান গ্রহণ করলে শিশু-কিশোরদের মনোযোগ কমে, ভাষা বিকাশে ব্যাঘাত ঘটে। বাংলাদেশেও এর প্রতিফলন আমরা আশপাশেই দেখতে পাচ্ছি।

ব্যক্তিগত পরিণতি : ক্লান্তি ও আবেগের সংকোচন গান শোনা এক সময় ধ্যানের মতো ছিল। এখন একটার পর একটা শর্টস দেখতে দেখতে শ্রোতা পরিণত হয় শ্রান্ত দর্শকে। এর ফলেÑ মনোযোগ কমে যায়, স্নায়বিক চাপ বাড়ে, আবেগের গভীরতা হারায়। শরীর ক্লান্ত না হলেও, মস্তিষ্ক হয়ে পড়ে অবসন্ন। শিল্পীর কণ্ঠ ও গানের গভীরতা ঢেকে যায় ক্যামেরা আর এডিটিংয়ের চাকচিক্যে।

সৃজনশীলতার সংকট : গান নয়, কনটেন্ট এক সময় গান ছিল শিল্প। এখন তা কনটেন্ট। গানের বিষয় নির্ধারিত হয় প্ল্যাটফর্মের অ্যালগরিদম মাথায় রেখেÑ‘ব্রেকআপ’, ‘রোমান্স’, ‘ট্রেন্ডিং’। ভাইরাল হবে কি না, সেটাই এখন মুখ্য। ফলত সত্যিকারের শিল্পীরা হারিয়ে যাচ্ছেন। যারা ভালো গান করেন, কিন্তু ভিজ্যুয়াল উপস্থাপন দিতে পারেন নাÑ তারা আজ অবহেলিত। এই ফাঁকে হিরো আলমদের উত্থান ঘটে।

শ্রবণচর্চার অবসান : স্মৃতিহীন প্রজন্ম? এক সময় বলা হতো ‘অন্তরে গান বাজে’। আজ তা যেন শুধুই বাক্য। গান এখন হয়ে গেছে চটুল, ক্ষণস্থায়ী, স্মৃতিবর্জিত। আগামীর প্রজন্ম হয়তো বলবে না, ‘ওই গানটা শুনে প্রথম প্রেমে পড়েছিলাম।’ বরং বলবে, ‘ওই রিলটা ভাইরাল হয়েছিল।’

উদ্বেগ : শ্রোতা সংস্কৃতির বিলুপ্তি শ্রোতা হারালে শিল্পীও হারিয়ে যায়। শ্রোতা তৈরি হয় পরিবারে, পাঠশালায়, সাংস্কৃতিক চর্চায়। আজ সেটা বিলীনপ্রায়। এর ফলে আমরা হারাচ্ছি- কবিতার গানের ঐতিহ্য, লোকগানের প্রাণ, আধ্যাত্মিক গানের গভীরতা, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক বাংলা গান, বাউল- মরমীÑসবই কোণঠাসা; পথ আছে, যদি ইচ্ছা থাকে আমরা কি পারি না আবার শ্রোতা হতে? পারি নিশ্চয়ই, যদি আমরা অডিও সংস্কৃতি চর্চা করি- রেডিও শুনি, স্পিকার চালিয়ে গান শুনি।

মনোযোগ দিয়ে শ্রবণ অভ্যাস গড়ে তুলি- কথার মানে বুঝি, সুর অনুধাবন করি। ভালো শিল্পীদের উৎসাহ দিই- যারা ভিডিও নয়, গানকেই ভালোবাসেন। শিশুদের গান শোনার শিক্ষা দিই- শুধু গান নয়, গান শোনার রীতিও শেখাই।

গান শোনা কেন বিজ্ঞানসম্মতভাবে উপকারী? ডোপামিন নিঃসরণ : প্রিয় গান শুনলে মস্তিষ্কে আনন্দের হরমোন ডোপামিন নিঃসরণ হয়, যা প্রশান্তি আনে। স্ট্রেস কমায় : ধীরগতির গান করটিসল কমায়Ñসেজন্য সংগীত থেরাপিতে শুধু অডিও ব্যবহার হয়।

মনোযোগ বাড়ায়, স্মৃতিশক্তি উন্নত করে: আলঝেইমার রোগীদের ক্ষেত্রেও সংগীত থেরাপি কার্যকর।

গান দেখা কি ক্ষতিকর? না, ভালো ভিডিও প্রশান্তিও দিতে পারে। কিন্তু বারবার স্ক্রিন দেখা : চোখ ও মস্তিষ্কে ক্লান্তি আনে, মনোযোগ সরিয়ে নেয় সুর থেকে দৃশ্যে, উত্তেজনা বা বিভ্রান্তি বাড়ায়, বিশেষত শিশুদের ক্ষেত্রে। চিকিৎসাবিজ্ঞানের মতে, শ্রবণসংগীতই প্রকৃত ‘সঙ্গীতচিকিৎসা’। গান যদি হৃদয় ছোঁয়, তবে তা হয় শান্তির ওষুধ।

উপসংহার প্রযুক্তি দরকার, ভিজ্যুয়াল দরকারÑতবে গানকে যদি কেবল চোখের বিনোদনে সীমাবদ্ধ রাখি, তাহলে তা সাংস্কৃতিক আত্মঘাতের শামিল। গান যদি মন না ছোঁয়, কানে না বাজে, হৃদয় না দুলায়Ñতবে তা গান নয়, নিছক ডিজিটাল ক্লিপ। এই রোবোটিক যুগে দরকার কিছু আবেগের আশ্রয়। গান হতে পারে সেই আশ্রয়Ñযদি আমরা তাকে শোনার অধিকার দিই। তাই আসুন, আবার শুনি। দেখি নয়Ñশুনি।

[লেখক : অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ফেনী]

back to top