চলাচলের জন্য দেশের অধিকাংশ মানুষই পাবলিক বাস ব্যবহার করেন। তাই যাত্রীসেবা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বাসগুলোর ফিটনেস থাকাটা অত্যন্ত জরুরি। অধিকাংশ বাসই ফিটনেসবিহীন। অধিকাংশ বাসেরই ফ্যান নষ্ট, জানালার কাচ ভাঙা। এমনকি কিছু কিছু বাসে উঠলে দেখা যায় যে সিটও নেই। এসব বাসের কিছু কিছু জায়গার লোহা এমনভাবে বের হয়ে থাকে যাতে করে যাত্রীরা গুরুতর জখমের শিকারও হয়। এছাড়া বাসগুলো ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন করে। গায়ে গায়ে লেপ্টে দাঁড়াতে হয়। বাসচালকদের উদ্দেশ্য থাকে যথাসম্ভব যাত্রী উঠানো, এখানে যাত্রীসেবার বিষয়টি অনুপস্থিত। অনেক বাসচালক ও বাসের থাকে না লাইসেন্স। এছাড়া বেপরোয়া গাড়ি চালানো, যত্রতত্র যাত্রী উঠানো নামানোও এক বড় সমস্যা।
সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উচিত এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া। পুরোনো বাসগুলো বাতিল করে যেগুলো সংস্কারযোগ্য সেগুলো সংস্কার করা, নতুন বাস সংযোজন করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়াও বাসগুলোকে আধুনিকীকরণ করে যাত্রীসেবার মান উন্নয়ন করা। মনে রাখতে হবে, নিরাপদ যাত্রা সবারই কাম্য এবং তা নিশ্চিতে সবকেই দায়িত্ববান হতে হবে।
নাফিজ-উর-রহমান
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫
চলাচলের জন্য দেশের অধিকাংশ মানুষই পাবলিক বাস ব্যবহার করেন। তাই যাত্রীসেবা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বাসগুলোর ফিটনেস থাকাটা অত্যন্ত জরুরি। অধিকাংশ বাসই ফিটনেসবিহীন। অধিকাংশ বাসেরই ফ্যান নষ্ট, জানালার কাচ ভাঙা। এমনকি কিছু কিছু বাসে উঠলে দেখা যায় যে সিটও নেই। এসব বাসের কিছু কিছু জায়গার লোহা এমনভাবে বের হয়ে থাকে যাতে করে যাত্রীরা গুরুতর জখমের শিকারও হয়। এছাড়া বাসগুলো ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন করে। গায়ে গায়ে লেপ্টে দাঁড়াতে হয়। বাসচালকদের উদ্দেশ্য থাকে যথাসম্ভব যাত্রী উঠানো, এখানে যাত্রীসেবার বিষয়টি অনুপস্থিত। অনেক বাসচালক ও বাসের থাকে না লাইসেন্স। এছাড়া বেপরোয়া গাড়ি চালানো, যত্রতত্র যাত্রী উঠানো নামানোও এক বড় সমস্যা।
সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উচিত এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া। পুরোনো বাসগুলো বাতিল করে যেগুলো সংস্কারযোগ্য সেগুলো সংস্কার করা, নতুন বাস সংযোজন করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়াও বাসগুলোকে আধুনিকীকরণ করে যাত্রীসেবার মান উন্নয়ন করা। মনে রাখতে হবে, নিরাপদ যাত্রা সবারই কাম্য এবং তা নিশ্চিতে সবকেই দায়িত্ববান হতে হবে।
নাফিজ-উর-রহমান
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা