বুড়িগঙ্গা নদীর বর্তমান অবস্থা শোচনীয়। নদীর দুই পাশ দখল হতে হতে নদী এখন খালে পরিণত হয়েছে। একটি নদী একটি শহরের প্রাণ। কিন্তু শহর বাড়ার সঙ্গে সঙ্গে নদীকে গিলে ফেলার অবস্থা তৈরি হয়েছে দেশের অধিকাংশ শহরে। ঢাকা শহরের চারপাশে বেশ কয়েকটি নদী। এর ভেতওে ছিল অনেক খাল-বিল। দখল দূষণে সবই এখন বিলীয়মান। আগে যখন বুড়িগঙ্গা নদী বর্ষাকালে পানিতে ভরপুর থাকতো তখন দূর হতে ঢাকা শহরকে দেখাতো ভেনিসের মতো।
তবে বুড়িগঙ্গার আগের ঐতিহ্য এখন আর নেই। কিন্তু নদীর আশপাশের খালগুলোর অস্তিত্ব এখন আর খুঁজে পাওয়া ভার। নদীগুলোর অবস্থাও তথৈবচ। বুড়িগঙ্গা দখল দূষণে খুবই করুণ অবস্থায় রয়েছে। ঢাকা শহরের পরিবেশ সুরক্ষাই শুধু না ঢাকা শহরের মানুষের নিঃশ্বাস ফেলতে সচল বুড়িগঙ্গা একান্ত জরুরি। সরকারের সংশ্লিষ্ট দপ্তর এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে, বুড়িগঙ্গার বর্তমান বেহাল অবস্থা হতে প্রাণ ফিরে পাবে- এ প্রত্যাশা নগরবাসীর। বুড়িগঙ্গা নদী এখন শুধু দেশেরই নয়, বিশে^র অন্যতম দূষণাক্রান্ত নদী হিসেবে পরিচিত। দূষণের কারণে বুড়িগঙ্গা নদীর পানি তার স্বাভাবিক রং ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। বুড়িগঙ্গার দূষণ দেশের অন্য সব নদীর জন্যও কাল হয়ে দাঁড়িয়েছে যা গভীর উদ্বেগজনক।
বুড়িগঙ্গার এই বেহালদশা কারও কাম্য নয়। বুড়িগঙ্গাকে উদ্ধার করে হাতিরঝিলের আদলে প্রকল্প নেয়া যেতে পারে। যা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও নৌ-পরিবহন মন্ত্রণালয় যৌথ উদ্যোগ নিলেও নিতে পারে। অথচ রাজধানী ঢাকার হৃদয় বুড়িগঙ্গা এ কথা সবার জানা। এ নদীকে বাঁচিয়ে রাখার যথাযথ ব্যবস্থা না নিলে এ নদী রক্ষা করা যাবে না।
মাহবুবউদ্দিন চৌধুরী
১৭, ফরিদাবাদ, গেন্ডারিয়া,
ঢাকা-১২০৪
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫
বুড়িগঙ্গা নদীর বর্তমান অবস্থা শোচনীয়। নদীর দুই পাশ দখল হতে হতে নদী এখন খালে পরিণত হয়েছে। একটি নদী একটি শহরের প্রাণ। কিন্তু শহর বাড়ার সঙ্গে সঙ্গে নদীকে গিলে ফেলার অবস্থা তৈরি হয়েছে দেশের অধিকাংশ শহরে। ঢাকা শহরের চারপাশে বেশ কয়েকটি নদী। এর ভেতওে ছিল অনেক খাল-বিল। দখল দূষণে সবই এখন বিলীয়মান। আগে যখন বুড়িগঙ্গা নদী বর্ষাকালে পানিতে ভরপুর থাকতো তখন দূর হতে ঢাকা শহরকে দেখাতো ভেনিসের মতো।
তবে বুড়িগঙ্গার আগের ঐতিহ্য এখন আর নেই। কিন্তু নদীর আশপাশের খালগুলোর অস্তিত্ব এখন আর খুঁজে পাওয়া ভার। নদীগুলোর অবস্থাও তথৈবচ। বুড়িগঙ্গা দখল দূষণে খুবই করুণ অবস্থায় রয়েছে। ঢাকা শহরের পরিবেশ সুরক্ষাই শুধু না ঢাকা শহরের মানুষের নিঃশ্বাস ফেলতে সচল বুড়িগঙ্গা একান্ত জরুরি। সরকারের সংশ্লিষ্ট দপ্তর এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে, বুড়িগঙ্গার বর্তমান বেহাল অবস্থা হতে প্রাণ ফিরে পাবে- এ প্রত্যাশা নগরবাসীর। বুড়িগঙ্গা নদী এখন শুধু দেশেরই নয়, বিশে^র অন্যতম দূষণাক্রান্ত নদী হিসেবে পরিচিত। দূষণের কারণে বুড়িগঙ্গা নদীর পানি তার স্বাভাবিক রং ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। বুড়িগঙ্গার দূষণ দেশের অন্য সব নদীর জন্যও কাল হয়ে দাঁড়িয়েছে যা গভীর উদ্বেগজনক।
বুড়িগঙ্গার এই বেহালদশা কারও কাম্য নয়। বুড়িগঙ্গাকে উদ্ধার করে হাতিরঝিলের আদলে প্রকল্প নেয়া যেতে পারে। যা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও নৌ-পরিবহন মন্ত্রণালয় যৌথ উদ্যোগ নিলেও নিতে পারে। অথচ রাজধানী ঢাকার হৃদয় বুড়িগঙ্গা এ কথা সবার জানা। এ নদীকে বাঁচিয়ে রাখার যথাযথ ব্যবস্থা না নিলে এ নদী রক্ষা করা যাবে না।
মাহবুবউদ্দিন চৌধুরী
১৭, ফরিদাবাদ, গেন্ডারিয়া,
ঢাকা-১২০৪