খুলনার কেএফসি রেস্টুরেন্ট ও বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের হয়েছে দুটি মামলা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার পর সোনাডাঙ্গা থানায় মামলাগুলো রেকর্ড করা হয়।
কেএফসি রেস্টুরেন্টের মামলায় বাদী হয়েছেন প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক সুজন মণ্ডল। তিনি অভিযোগে উল্লেখ করেন, ৭০০ থেকে ৮০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত।
অন্যদিকে, বাটা শোরুমে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার বাদী শাখা ব্যবস্থাপক তাহেদুর রহমান। তার মামলায় ১,২০০ থেকে ১,৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ পর্যন্ত দুটি মামলা হয়েছে এবং ডোমিনোজ পিৎজা রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনায় আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া ৫৪ ধারায় আটক ৩০ জনকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ চলছে।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে খুলনার শিববাড়ী মোড়ে ‘সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত ইসরায়েলবিরোধী বিক্ষোভ সমাবেশ ও মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। সমাবেশ শেষে সন্ধ্যা ৬টার দিকে মিছিলটি শিববাড়ী–ডাকবাংলো হয়ে হাদিসপার্কের দিকে অগ্রসর হয়।
এই সময় ময়লাপোতা এলাকায় অবস্থিত কেএফসি ও ডোমিনোজ পিৎজা রেস্টুরেন্ট এবং শিববাড়ী এলাকার বাটা শোরুমে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। কেএফসি ও ডোমিনোজ একই ভবনে অবস্থিত বলে জানিয়েছে পুলিশ।
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
খুলনার কেএফসি রেস্টুরেন্ট ও বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের হয়েছে দুটি মামলা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার পর সোনাডাঙ্গা থানায় মামলাগুলো রেকর্ড করা হয়।
কেএফসি রেস্টুরেন্টের মামলায় বাদী হয়েছেন প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক সুজন মণ্ডল। তিনি অভিযোগে উল্লেখ করেন, ৭০০ থেকে ৮০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত।
অন্যদিকে, বাটা শোরুমে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার বাদী শাখা ব্যবস্থাপক তাহেদুর রহমান। তার মামলায় ১,২০০ থেকে ১,৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ পর্যন্ত দুটি মামলা হয়েছে এবং ডোমিনোজ পিৎজা রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনায় আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া ৫৪ ধারায় আটক ৩০ জনকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ চলছে।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে খুলনার শিববাড়ী মোড়ে ‘সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত ইসরায়েলবিরোধী বিক্ষোভ সমাবেশ ও মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। সমাবেশ শেষে সন্ধ্যা ৬টার দিকে মিছিলটি শিববাড়ী–ডাকবাংলো হয়ে হাদিসপার্কের দিকে অগ্রসর হয়।
এই সময় ময়লাপোতা এলাকায় অবস্থিত কেএফসি ও ডোমিনোজ পিৎজা রেস্টুরেন্ট এবং শিববাড়ী এলাকার বাটা শোরুমে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। কেএফসি ও ডোমিনোজ একই ভবনে অবস্থিত বলে জানিয়েছে পুলিশ।