ম্যাচ হেরে প্লেট পর্বে বাংলাদেশ
অস্ট্রেলিয়া এবং পাকিস্তান তাদের নিজ নিজ খেলায় জয় লাভ করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। শনিবার,(০৮ নভেম্বর ২০২৫) হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫৪ রানে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। অন্য কোয়ার্টার ফাইনালে পাকিস্তান ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ চারে পৌঁছায়। দক্ষিণ আফ্রিকার ১০২/৩ রান পাকিস্তান ৩.৪ চার ওভারে টপকে যায়। সেমিতে অস্ট্রেলিয়া ও পাকিস্তান মুখোমুখি হবে।
এই হারে প্লেট পর্বে প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। আজ প্লেটের প্রথম সেমিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।
শনিবার হংকংয়ের মং ককে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ার দেয়া ১৫০ রানে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম ওভারে ১৩ রান তুলে ৩ উইকেট হারায়। দলীয় ১৯ রানে চতুর্থ উইকেট পতনে হারের মুখে পড়ে। উপরের সারির চার ব্যাটারের কেউই দুই অঙ্কে পা রাখতে পারেননি। দুই ওপেনার হাবিবুর রহমান ও জিশান আলম ১টি করে ছক্কায় ২ বল খেলে ৬ রান করে করেন।
তিন নম্বরে নামা অধিনায়ক আকবর আলি গোল্ডেন ডাক মারেন। ১টি ছক্কায় ৩ বলে ৭ রানে ফিরেন মোসাদ্দেক।
পঞ্চম উইকেটে ৬০ রানের জুটিতে বাংলাদেশকে দ্রুত গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা করেন আবু হায়দার ও রাকিবুল। পঞ্চম ওভারে দলীয় ৭৯ রানে রাকিবুল থামলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন আবু হায়দার। তার ২টি চার ও ৭টি ছক্কায় ১৮ বলে অপরাজিত ৫০ রানে বড় হারের লজ্জা থেকে রক্ষা পায় বাংলাদেশ। ৬ ওভারে ৫ উইকেটে ৯৫ রান করে বাংলাদেশ। ক্রিস গ্রিন ৩ উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাটিং পায় অস্ট্রেলিয়া। প্রথম ওভারে ওপেনার জ্যাক উডকে ১০ রানে থামান স্পিনার রাকিবুল হাসান। তিন নম্বরে নেমে ৬ বলে ৫ ছক্কায় ৩০ রান করে উইলিয়াম বোসিসতো আরেক স্পিনার মোসাদ্দেক হোসেনের শিকার হন । ৪৯ রানে ২ উইকেট পতনের পর বাংলাদেশ বোলারদের ওপর ঝড় বইয়ে দেন ওপেনার বেন ম্যাকডারমট ও অধিনায়ক অ্যালেক্স রস। ২৩ বলে ১০০ রান যোগ করেন তারা। এতে ৬ ওভারে ২ উইকেটে ১৪৯ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।
ম্যাকডারমট ৮ ছক্কায় ১৪ বলে ৫১ রানে আহত অবসর নেন। ৭ ছক্কা ও ১ চারে ১১ বলে ৫০ রান করে আহত অবসর নেন রসও। রাকিবুল ও মোসাদ্দেক ১টি করে উইকেট নেন।
কুয়েত, নেপাল, আমিরাতের
কাছে ভারতের হার
পাকিস্তানকে হারিয়ে হংকং সিক্সের শুরু করেছিলেন ভারত। তার পর টানা তিনটি ম্যাচ দীনেশ কার্তিকের ভারতীয় দলকে হারায় নেপাল, আরব আমিরাত, কুয়েত। শনিবার প্রথম ম্যাচে কুয়েতের কাছে ২৭ রানে হারে ভারত। প্রথমে ব্যাট করে কুয়েত ৬ ওভারে ৫ উইকেটে ১০৬ রান করে। জবাবে ৫.৪ ওভারে ৭৯ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
দ্বিতীয় ম্যাচে আমিরাতের কাছে ৪ উইকেটে হারে ভারত। প্রথমে ব্যাট করে ভারত করে ৩ উইকেটে ১০৭। জবাবে ৫.৫ ওভারে ২ উইকেটে ১১১ রান তুলে জয় ছিনিয়ে নেয় আমিরাত। অধিনায়ক খালিদ ১৪ বলে ৫০ রান করেন। এরপর নেপালের কাছে হার মানে ৯২ রানে । প্রথমে ব্যাট করে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩৭ রান করে নেপাল।
সন্দীপ জোরা ১২ বলে অপরাজিত ৪৭ রান করেন। রশিদ খান ১৭ বলে ৫৫ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন। এ ছাড়া লোকেশ বাম করেন ৭ বলে অপরাজিত ৩১। জবাবে ভারতের ইনিংস ৩ ওভারে শেষ হয়ে যায় ৪৫ রানে। রশিদ ১ ওভার বল করে ৭ রানে ৩ উইকেট নেন। প্রতিযোগিতার লীগ পর্বে আজ ভারতের শেষ প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ম্যাচ হেরে প্লেট পর্বে বাংলাদেশ
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
অস্ট্রেলিয়া এবং পাকিস্তান তাদের নিজ নিজ খেলায় জয় লাভ করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। শনিবার,(০৮ নভেম্বর ২০২৫) হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫৪ রানে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। অন্য কোয়ার্টার ফাইনালে পাকিস্তান ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ চারে পৌঁছায়। দক্ষিণ আফ্রিকার ১০২/৩ রান পাকিস্তান ৩.৪ চার ওভারে টপকে যায়। সেমিতে অস্ট্রেলিয়া ও পাকিস্তান মুখোমুখি হবে।
এই হারে প্লেট পর্বে প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। আজ প্লেটের প্রথম সেমিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।
শনিবার হংকংয়ের মং ককে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ার দেয়া ১৫০ রানে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম ওভারে ১৩ রান তুলে ৩ উইকেট হারায়। দলীয় ১৯ রানে চতুর্থ উইকেট পতনে হারের মুখে পড়ে। উপরের সারির চার ব্যাটারের কেউই দুই অঙ্কে পা রাখতে পারেননি। দুই ওপেনার হাবিবুর রহমান ও জিশান আলম ১টি করে ছক্কায় ২ বল খেলে ৬ রান করে করেন।
তিন নম্বরে নামা অধিনায়ক আকবর আলি গোল্ডেন ডাক মারেন। ১টি ছক্কায় ৩ বলে ৭ রানে ফিরেন মোসাদ্দেক।
পঞ্চম উইকেটে ৬০ রানের জুটিতে বাংলাদেশকে দ্রুত গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা করেন আবু হায়দার ও রাকিবুল। পঞ্চম ওভারে দলীয় ৭৯ রানে রাকিবুল থামলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন আবু হায়দার। তার ২টি চার ও ৭টি ছক্কায় ১৮ বলে অপরাজিত ৫০ রানে বড় হারের লজ্জা থেকে রক্ষা পায় বাংলাদেশ। ৬ ওভারে ৫ উইকেটে ৯৫ রান করে বাংলাদেশ। ক্রিস গ্রিন ৩ উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাটিং পায় অস্ট্রেলিয়া। প্রথম ওভারে ওপেনার জ্যাক উডকে ১০ রানে থামান স্পিনার রাকিবুল হাসান। তিন নম্বরে নেমে ৬ বলে ৫ ছক্কায় ৩০ রান করে উইলিয়াম বোসিসতো আরেক স্পিনার মোসাদ্দেক হোসেনের শিকার হন । ৪৯ রানে ২ উইকেট পতনের পর বাংলাদেশ বোলারদের ওপর ঝড় বইয়ে দেন ওপেনার বেন ম্যাকডারমট ও অধিনায়ক অ্যালেক্স রস। ২৩ বলে ১০০ রান যোগ করেন তারা। এতে ৬ ওভারে ২ উইকেটে ১৪৯ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।
ম্যাকডারমট ৮ ছক্কায় ১৪ বলে ৫১ রানে আহত অবসর নেন। ৭ ছক্কা ও ১ চারে ১১ বলে ৫০ রান করে আহত অবসর নেন রসও। রাকিবুল ও মোসাদ্দেক ১টি করে উইকেট নেন।
কুয়েত, নেপাল, আমিরাতের
কাছে ভারতের হার
পাকিস্তানকে হারিয়ে হংকং সিক্সের শুরু করেছিলেন ভারত। তার পর টানা তিনটি ম্যাচ দীনেশ কার্তিকের ভারতীয় দলকে হারায় নেপাল, আরব আমিরাত, কুয়েত। শনিবার প্রথম ম্যাচে কুয়েতের কাছে ২৭ রানে হারে ভারত। প্রথমে ব্যাট করে কুয়েত ৬ ওভারে ৫ উইকেটে ১০৬ রান করে। জবাবে ৫.৪ ওভারে ৭৯ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
দ্বিতীয় ম্যাচে আমিরাতের কাছে ৪ উইকেটে হারে ভারত। প্রথমে ব্যাট করে ভারত করে ৩ উইকেটে ১০৭। জবাবে ৫.৫ ওভারে ২ উইকেটে ১১১ রান তুলে জয় ছিনিয়ে নেয় আমিরাত। অধিনায়ক খালিদ ১৪ বলে ৫০ রান করেন। এরপর নেপালের কাছে হার মানে ৯২ রানে । প্রথমে ব্যাট করে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩৭ রান করে নেপাল।
সন্দীপ জোরা ১২ বলে অপরাজিত ৪৭ রান করেন। রশিদ খান ১৭ বলে ৫৫ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন। এ ছাড়া লোকেশ বাম করেন ৭ বলে অপরাজিত ৩১। জবাবে ভারতের ইনিংস ৩ ওভারে শেষ হয়ে যায় ৪৫ রানে। রশিদ ১ ওভার বল করে ৭ রানে ৩ উইকেট নেন। প্রতিযোগিতার লীগ পর্বে আজ ভারতের শেষ প্রতিপক্ষ শ্রীলঙ্কা।