মতামতের জন্য সম্পাদক দায়ী নন
প্রায়ই দেখা যায় ঢাকার বিভিন্ন রাস্তায় কিছু উঠতি বয়সের তরুণ তীব্র গতিতে নিজেদের মধ্যে বাইক প্রতিযোগিতা শুরু করে। প্রচন্ড গতিতে বাইক চালিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। অদূরে পুলিশ সাক্ষী গোপালের মতো দাঁড়িয়ে দেখে সেই দৃশ্য।
এদের ভয়ে অন্য যানবাহন সরে যায় বা দাঁড়িয়ে পড়ে। একবার হংকং শহরে বেড়াতে গিয়ে শুনলাম, এই শহরে বাইকের রেস নিয়ে জুয়া চলে। এতে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে। আজ প্রশ্ন জাগে, ঢাকা কি হংকং হবে? যে গতিতে উঠতি বয়সের তরুণরা বাইক চালাচ্ছেন, তা দেখে শিহরিত হতে হয়। এটা নেহাতই প্রতিযোগিতা মনে করছি না। আমার প্রশ্ন, এদের অভিভাবকেরা এভাবে ওদের বাইরে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করছে না কেন? সব দোষ পুলিশের ঘাড়ে চাপিয়ে অভিভাবকরা কি হাত গুটিয়ে বসে থাকবেন? এই সামাজিক অত্যাচার কি বন্ধ করা যায় না? করতেই হবে।
লিয়াকত হোসেন খোকন
মতামতের জন্য সম্পাদক দায়ী নন
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
প্রায়ই দেখা যায় ঢাকার বিভিন্ন রাস্তায় কিছু উঠতি বয়সের তরুণ তীব্র গতিতে নিজেদের মধ্যে বাইক প্রতিযোগিতা শুরু করে। প্রচন্ড গতিতে বাইক চালিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। অদূরে পুলিশ সাক্ষী গোপালের মতো দাঁড়িয়ে দেখে সেই দৃশ্য।
এদের ভয়ে অন্য যানবাহন সরে যায় বা দাঁড়িয়ে পড়ে। একবার হংকং শহরে বেড়াতে গিয়ে শুনলাম, এই শহরে বাইকের রেস নিয়ে জুয়া চলে। এতে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে। আজ প্রশ্ন জাগে, ঢাকা কি হংকং হবে? যে গতিতে উঠতি বয়সের তরুণরা বাইক চালাচ্ছেন, তা দেখে শিহরিত হতে হয়। এটা নেহাতই প্রতিযোগিতা মনে করছি না। আমার প্রশ্ন, এদের অভিভাবকেরা এভাবে ওদের বাইরে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করছে না কেন? সব দোষ পুলিশের ঘাড়ে চাপিয়ে অভিভাবকরা কি হাত গুটিয়ে বসে থাকবেন? এই সামাজিক অত্যাচার কি বন্ধ করা যায় না? করতেই হবে।
লিয়াকত হোসেন খোকন