ওপেনার কুইন্ট ডি ককের সেঞ্চুরিতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম ম্যাচ ২ উইকেটে জিতেছিল পাকিস্তান।
গতকাল বৃহস্পতিবার রাতে ফয়সালাবাদে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেসার নান্দ্রে বার্গারের তোপে ২২ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। ওপেনার ফখর জামান শূন্য, বাবর আজম ১১ ও রিজওয়ান ৪ রানে বার্গারের শিকার হন। চতুর্থ উইকেটে ১১৯ বলে ৯২ রানের জুটিতে দলকে চাপমুক্ত করেন আরেক ওপেনার সাইম আইয়ুব ও সালমান আগা। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে পেসার কর্বিন বশের শিকার হন। ৫ চার ও ১ ছক্কায় সাইম ৫৩ এবং ৫টি বাউন্ডারিতে সালমান ৬৯ রান করেন। ষষ্ঠ উইকেটে নাওয়াজকে নিয়ে ৫৯ রান যোগ করেন সালমান।
দলীয় ১৯০ রানের মধ্যে তাদের বিদায়ের পর নাওয়াজ ও ফাহিম আশরাফ সপ্তম উইকেটে ৩৫ বলে ৪৩ রান যোগ করেন । এতে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৯ রান করে পাকিস্তান। ৩টি চার ও ৪টি ছক্কায় ৫৯ রান করেন নাওয়াজ। ২টি করে চার-ছক্কায় ১৮ বলে ২৮ রান করেন ফাহিম। বার্গার ৪ উইকেট নেন।
জবাবে উদ্বোধনী জুটিতে ৮১ রান তুলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার প্রিটোরিয়াস ও ডি কক। ৭ চার ও ১ ছক্কায় ৪৬ রান করে প্রিটোরিয়াস ফেরার পর জয়ের পথ পরিস্কার করেন ডি কক ও টনি ডি জর্জি। দ্বিতীয় উইকেটে ১৩৭ বলে ১৫৩ রান যোগ করে দলীয় স্কোর ২শ’ পার করেন তারা। এ জুটিতেই ওয়ানডেতে ২২তম সেঞ্চুরির দেখা পান ডি কক।
দলের জয় থেকে ৩৬ রান দূরে থাকতে আউট হন জর্জি। ৯টি চার ও ৩টি ছক্কায় ৬৩ বলে ৭৬ রান করেন তিনি।
এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথু ব্রিটস্কিকে নিয়ে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৫৯ বল বাকি থাকতে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন ডি কক। ৮টি চার ও ৭টি ছক্কায় ১১৯ বলে ১২৩ রানের অনবদ্য ইনিংসে ম্যাচসেরা জন ডি কক। ১৭ রানে অপরাজিত থাকেন ব্রিটস্কি।
আজ একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ২৬৯/৯ (সাইম ৫৩, সালমান ৬৯, নাওয়াজ ৫৯, ফাহিম ২৮; বার্গার ৪/৪৬, বশ ২/৫৮, পিটার ৩/৫৫)।
দক্ষিণ আফ্রিকা ৪০.১ ওভারে ২৭০/২ (প্রিটোরিয়াস ৪৬, ডি কক ১২৩*, ডি জর্জি ৭৬; ওয়াসিম ১/৪৮, ফাহিম ১/৪০)। ম্যাচসেরা: কুইন্টন ডি কক।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
ওপেনার কুইন্ট ডি ককের সেঞ্চুরিতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম ম্যাচ ২ উইকেটে জিতেছিল পাকিস্তান।
গতকাল বৃহস্পতিবার রাতে ফয়সালাবাদে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেসার নান্দ্রে বার্গারের তোপে ২২ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। ওপেনার ফখর জামান শূন্য, বাবর আজম ১১ ও রিজওয়ান ৪ রানে বার্গারের শিকার হন। চতুর্থ উইকেটে ১১৯ বলে ৯২ রানের জুটিতে দলকে চাপমুক্ত করেন আরেক ওপেনার সাইম আইয়ুব ও সালমান আগা। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে পেসার কর্বিন বশের শিকার হন। ৫ চার ও ১ ছক্কায় সাইম ৫৩ এবং ৫টি বাউন্ডারিতে সালমান ৬৯ রান করেন। ষষ্ঠ উইকেটে নাওয়াজকে নিয়ে ৫৯ রান যোগ করেন সালমান।
দলীয় ১৯০ রানের মধ্যে তাদের বিদায়ের পর নাওয়াজ ও ফাহিম আশরাফ সপ্তম উইকেটে ৩৫ বলে ৪৩ রান যোগ করেন । এতে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৯ রান করে পাকিস্তান। ৩টি চার ও ৪টি ছক্কায় ৫৯ রান করেন নাওয়াজ। ২টি করে চার-ছক্কায় ১৮ বলে ২৮ রান করেন ফাহিম। বার্গার ৪ উইকেট নেন।
জবাবে উদ্বোধনী জুটিতে ৮১ রান তুলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার প্রিটোরিয়াস ও ডি কক। ৭ চার ও ১ ছক্কায় ৪৬ রান করে প্রিটোরিয়াস ফেরার পর জয়ের পথ পরিস্কার করেন ডি কক ও টনি ডি জর্জি। দ্বিতীয় উইকেটে ১৩৭ বলে ১৫৩ রান যোগ করে দলীয় স্কোর ২শ’ পার করেন তারা। এ জুটিতেই ওয়ানডেতে ২২তম সেঞ্চুরির দেখা পান ডি কক।
দলের জয় থেকে ৩৬ রান দূরে থাকতে আউট হন জর্জি। ৯টি চার ও ৩টি ছক্কায় ৬৩ বলে ৭৬ রান করেন তিনি।
এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথু ব্রিটস্কিকে নিয়ে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৫৯ বল বাকি থাকতে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন ডি কক। ৮টি চার ও ৭টি ছক্কায় ১১৯ বলে ১২৩ রানের অনবদ্য ইনিংসে ম্যাচসেরা জন ডি কক। ১৭ রানে অপরাজিত থাকেন ব্রিটস্কি।
আজ একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ২৬৯/৯ (সাইম ৫৩, সালমান ৬৯, নাওয়াজ ৫৯, ফাহিম ২৮; বার্গার ৪/৪৬, বশ ২/৫৮, পিটার ৩/৫৫)।
দক্ষিণ আফ্রিকা ৪০.১ ওভারে ২৭০/২ (প্রিটোরিয়াস ৪৬, ডি কক ১২৩*, ডি জর্জি ৭৬; ওয়াসিম ১/৪৮, ফাহিম ১/৪০)। ম্যাচসেরা: কুইন্টন ডি কক।