alt

উপ-সম্পাদকীয়

সুখ খুঁজতে গিয়ে অসুখে ভুগছি

লতিফা নিলুফার পাপড়ি

: বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

ছোটবেলা মনে হতো পৃথিবীর সব সুখ মনে হয় আমাদের। সকালে ঘুম থেকে উঠে ডিমভর্তা, আলু ভাজি, ঘি দিয়ে পেট ভরে ভাত খাওয়া। এক সুখকর স্মৃতি।

চাহিদা বলতে বিকেলে খেলতে পারলেই ষোলোকলা পূর্ণ হতো। প্রয়োজন ছিল না দামি জামা, দামি জুতো, দামি গহনার। তখনতো আধুনিকতা গায়ে লাগেনি। বিকেল বেলা খেলতে পারার মাঝেই লুকিয়ে ছিল সব সুখ। ছিল না কে ধনী, কে গরিব সেই তার বৈষম্যবোধ। বন্ধু তো বন্ধুই। ছিল না কোনো প্রেসটিজ ইস্যু। শিক্ষিত-মূর্খ ছিল না বিভেদ। কার কোন ধর্ম, তা নিয়েও ছিল না মাথাব্যথা।

এত এত পাঠ্যবই পড়ার আমাদের এত সময়ও ছিল না। গল্পের বই এখান পেলে পালা করে এ-বন্ধু, ও-বন্ধু পড়ে আনন্দ নিতাম। সে বইয়ের গল্প নিয়ে একে অন্যের সঙ্গে কথা বলতাম।

ধীরে ধীরে বুঝতে শিখলাম বড় হয়ে বড় মানুষ হলে নাকি সুখ অনেক বেশি। লোকের মুখে শুনতাম বড় হয়ে বড় মানুষ হতে হবে। তবে আবার ভাবনার জগতে ছুটে গেলে নিজে নিজে বলতাম, ‘অত বড় হয়ে কী হবে? সুখ তো ওই পেট ভরে ভাত খাওয়ার মাঝে লুকিয়ে আছে।’ দিনে দিনে বড় হলাম। সুখগুলো লুকিয়ে গেল। আহা, বয়স বাড়ছে এই আর কি!

তবে ছোটবেলার সে সুখ এখন আর খুঁজে পাই না। সেই দুরন্তপনা এখন আর আমাকে ডাকে না। চারিদিকে শুধু স্বার্থপরতার গল্প। কে কাকে ঠকিয়ে বড় হবে সে চিন্তায় ব্যস্ত। প্রজন্ম তৈরি হচ্ছে, একা খাও-একা বাঁচো নীতিতে।

একদিন দেখলাম, এক মহিলা তার স্বামীকে বলছেÑ ‘শোন,আমার ও আমার সন্তানদের জন্য যা কিনবে তা তোমার ভাইবোনের ছেলে মেয়ের জন্য কিনবে না। আমরা যা খাব ভুলেও ওদের খাওয়াবে না। আমরা একা খাব। আমি ভাবলাম, আহারে! মানুষটার সুখগুলো সব ধুলায় মিশিয়ে দিল। সে হয়তো একসময় বাধ্য হয়ে একা খাও-একা বাঁচো নীতিই অনুসরণ করবে। ধুর ছাই, আমি তো সুখী।

একদিন স্কুলে মাস্টারি করতে গিয়ে এক মাকে দেখলাম নিজেন সন্তানকে শেখাচ্ছেন, যার-তার সঙ্গে বন্ধুত্ব করবি না। যে দেখবি ভালো পড়া পারে, তাকে বন্ধু বানাবি। আহারে, বেচারার সুখটা মাটিতে মিশিয়ে দিল। সব পড়া পারা বন্ধু কি ভালো বন্ধু হতে পারে? শেষ বেঞ্চের শিক্ষার্থীও তো ভালো বন্ধু হতে পারে। আর যা-ই হোক, সে কিন্তু সারাদিন পড়ালেখা নিয়েই ব্যস্ত নয়, সে জিপিএ-৫ নয়, সে কোনরকম পাসের জন্যই ছোটে। অন্ততপক্ষে প্রতিযোগিতা করতে গিয়ে অন্যায় পথ তো সে অবলম্বন করবে না।

একদিন এক পরিচিত বাসায় গিয়ে দেখি সংসারের কম রোজকার করা ছেলের বউকে আপনজনরা শেখাচ্ছেন কম আয়ের স্বামীর স্ত্রী-সন্তানের কম খেতে হয়।

আচ্ছা, মানুষ সুখ কোথায় খোঁজে? দিন দিন আমি কেমন যেন সুখ খুঁজতে গিয়ে অসুখে ভুগছি।

দূর, কে এসবে সুখ খোঁজে। আমি তো সুখ খুঁজি মনের ভেতরে। আমি তো সুখ খুঁজি মানুষের মাঝে। আমি তো সুখ খুঁজি অন্যের চোখের জল মুছে দেয়ার মাঝে। সুখ খুঁজি ভালোবাসার মাঝে, প্রকৃতির মাঝে।

আমি, আমিই থাকতে চাই। এর মাঝেই সুখের সন্ধান করি। লোকে পাগল বলেছে, আহাম্মক বলেছে। বলুক না। তাতে কী! পাগলের সুখ তো মনে মনে।

প্রকৃত সুখী মানুষ তো সে, যে কিনা নির্মল বাতাসের মাঝে দীর্ঘশ্বাস ফেলে বলতে পারেÑ ‘আমি ভালো আছি, তুমি ভালো থেকো।’

ভালোবাসার মাঝে যে সুখ লুকিয়ে আছে, তা-ও স্বার্থপরতার কাছে মাঝে মাঝে হার মেনে যায়। কখনো সংসারে অভাব, কখনো বা চাহিদা মেটানোর তাগিদ। সব মিলিয়ে হাঁপিয়ে ওঠা এক জীবন। যে জীবনে সুখের চেয়ে দুঃখের ঘানি বেশি টানতে হয়। অতঃপর যখন সুখ এসে সত্যিই ধরা দেয়, ঠিক তখন নতুন কোনো অসুখে সেই সুখটাও বিনষ্ট হতে চলে। সুখ খোঁজার জন্য দুঃখকে বরণ করতে যেন মহাব্যস্ত গোটা পৃথিবী।

পৃথিবী এখন বৈষম্যের চাদরে ঢাকা। যে যেভাবে পারছে; সেভাবেই বৈষম্যের সৃষ্টি করছে। সুখের সন্ধান করতে গিয়ে অন্যের জান-মাল নিয়েও ছিনিমিনি খেলছে। নীতি নৈতিকতার বড়ই অবক্ষয়। সবাই শুধু গাড়ি-বাড়ির পেছনে ছুটতে গিয়ে সত্যিকারের সুখটাকে জলাঞ্জলি দিচ্ছে। তবুও পৃথিবীতে নেমে আসুক সুখ; এমনটাই এখন পরম করুণাময়ের কাছে প্রতিদিনের প্রার্থনা।

[লেখক : শিক্ষক, সাহিত্যিক]

সব মানুষের জন্য স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে হবে

ছবি

চৌবাচ্চার ফুটো এবং আমাদের উন্নয়ন

কিশোর গ্যাং : নষ্ট রাজনীতির বিনষ্ট সংস্কৃতি

মন্ত্রণালয় ভাগ করে লাভবান হলো কারা?

রম্যগদ্য : মর্জিনার কলঙ্কিত দাগ

সোমালিয়ার গরিব জেলেরা কীভাবে জলদস্যু হলো

চিকিৎসা জগতের বাতিঘর জন হপকিনস বিশ^বিদ্যালয়

জলবায়ু পরিবর্তনের দৃশ্যমান প্রভাব

দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর অবস্থান ও আজকের বাংলাদেশ

আবিষ্কারমূলক শিখন পদ্ধতি

টেকসই কৃষিতে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা

ছবি

জয়নুলের সাঁওতাল দম্পতি এবং সুমনের সৌন্দর্যপ্রিয়তা

এরপরও কি গাছ লাগাবেন না, বন রক্ষা করবেন না?

বিশ্ব ধরিত্রী দিবস

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিলের শেষ কোথায়

খুব জানতে ইচ্ছে করে

কোন দিকে মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের সংকট?

কৃষিগুচ্ছ : ভর্তির আবেদনের নূ্যূনতম যোগ্যতা ও ফলাফল প্রস্তুতিতে বৈষম্য

ছবি

গণপরিবহনে নৈরাজ্যের শেষ কোথায়

ছাত্র রাজনীতি : পক্ষে-বিপক্ষে

ছবি

বি আর আম্বেদকর : নিম্নবর্গের মানুষের প্রতিনিধি

চেকের মামলায় আসামির মুক্তির পথ কী

রাম-নবমী : হিন্দুত্বের নয়া গবেষণাগার

‘একটি গ্রাম একটি পণ্য’ উদ্যোগ কি সফল হবে

কিশোর গ্যাং : সমস্যার মূলে যেতে হবে

গীতি চলচ্চিত্র ‘কাজল রেখা’ : সুস্থধারার চলচ্চিত্র বিকাশ ঘটুক

ছবি

ঋতুভিত্তিক চিরায়ত বাঙালি সংস্কৃতি

ছবি

স্মরণ : কাঙ্গাল হরিনাথ মজুমদার

ঐতিহাসিক মুজিবনগর দিবস

দাবদাহে সুস্থ থাকবেন কীভাবে

কত দিন পরে এলে, একটু শোনো

রম্যগদ্য : আনন্দ, দ্বিগুণ আনন্দ...

ছবি

ইতিহাসের এক অবিস্মরণীয় নাম

বৈসাবি : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বর্ষবরণ উৎসব

‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইন

উদার-উদ্দাম বৈশাখ চাই

tab

উপ-সম্পাদকীয়

সুখ খুঁজতে গিয়ে অসুখে ভুগছি

লতিফা নিলুফার পাপড়ি

বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

ছোটবেলা মনে হতো পৃথিবীর সব সুখ মনে হয় আমাদের। সকালে ঘুম থেকে উঠে ডিমভর্তা, আলু ভাজি, ঘি দিয়ে পেট ভরে ভাত খাওয়া। এক সুখকর স্মৃতি।

চাহিদা বলতে বিকেলে খেলতে পারলেই ষোলোকলা পূর্ণ হতো। প্রয়োজন ছিল না দামি জামা, দামি জুতো, দামি গহনার। তখনতো আধুনিকতা গায়ে লাগেনি। বিকেল বেলা খেলতে পারার মাঝেই লুকিয়ে ছিল সব সুখ। ছিল না কে ধনী, কে গরিব সেই তার বৈষম্যবোধ। বন্ধু তো বন্ধুই। ছিল না কোনো প্রেসটিজ ইস্যু। শিক্ষিত-মূর্খ ছিল না বিভেদ। কার কোন ধর্ম, তা নিয়েও ছিল না মাথাব্যথা।

এত এত পাঠ্যবই পড়ার আমাদের এত সময়ও ছিল না। গল্পের বই এখান পেলে পালা করে এ-বন্ধু, ও-বন্ধু পড়ে আনন্দ নিতাম। সে বইয়ের গল্প নিয়ে একে অন্যের সঙ্গে কথা বলতাম।

ধীরে ধীরে বুঝতে শিখলাম বড় হয়ে বড় মানুষ হলে নাকি সুখ অনেক বেশি। লোকের মুখে শুনতাম বড় হয়ে বড় মানুষ হতে হবে। তবে আবার ভাবনার জগতে ছুটে গেলে নিজে নিজে বলতাম, ‘অত বড় হয়ে কী হবে? সুখ তো ওই পেট ভরে ভাত খাওয়ার মাঝে লুকিয়ে আছে।’ দিনে দিনে বড় হলাম। সুখগুলো লুকিয়ে গেল। আহা, বয়স বাড়ছে এই আর কি!

তবে ছোটবেলার সে সুখ এখন আর খুঁজে পাই না। সেই দুরন্তপনা এখন আর আমাকে ডাকে না। চারিদিকে শুধু স্বার্থপরতার গল্প। কে কাকে ঠকিয়ে বড় হবে সে চিন্তায় ব্যস্ত। প্রজন্ম তৈরি হচ্ছে, একা খাও-একা বাঁচো নীতিতে।

একদিন দেখলাম, এক মহিলা তার স্বামীকে বলছেÑ ‘শোন,আমার ও আমার সন্তানদের জন্য যা কিনবে তা তোমার ভাইবোনের ছেলে মেয়ের জন্য কিনবে না। আমরা যা খাব ভুলেও ওদের খাওয়াবে না। আমরা একা খাব। আমি ভাবলাম, আহারে! মানুষটার সুখগুলো সব ধুলায় মিশিয়ে দিল। সে হয়তো একসময় বাধ্য হয়ে একা খাও-একা বাঁচো নীতিই অনুসরণ করবে। ধুর ছাই, আমি তো সুখী।

একদিন স্কুলে মাস্টারি করতে গিয়ে এক মাকে দেখলাম নিজেন সন্তানকে শেখাচ্ছেন, যার-তার সঙ্গে বন্ধুত্ব করবি না। যে দেখবি ভালো পড়া পারে, তাকে বন্ধু বানাবি। আহারে, বেচারার সুখটা মাটিতে মিশিয়ে দিল। সব পড়া পারা বন্ধু কি ভালো বন্ধু হতে পারে? শেষ বেঞ্চের শিক্ষার্থীও তো ভালো বন্ধু হতে পারে। আর যা-ই হোক, সে কিন্তু সারাদিন পড়ালেখা নিয়েই ব্যস্ত নয়, সে জিপিএ-৫ নয়, সে কোনরকম পাসের জন্যই ছোটে। অন্ততপক্ষে প্রতিযোগিতা করতে গিয়ে অন্যায় পথ তো সে অবলম্বন করবে না।

একদিন এক পরিচিত বাসায় গিয়ে দেখি সংসারের কম রোজকার করা ছেলের বউকে আপনজনরা শেখাচ্ছেন কম আয়ের স্বামীর স্ত্রী-সন্তানের কম খেতে হয়।

আচ্ছা, মানুষ সুখ কোথায় খোঁজে? দিন দিন আমি কেমন যেন সুখ খুঁজতে গিয়ে অসুখে ভুগছি।

দূর, কে এসবে সুখ খোঁজে। আমি তো সুখ খুঁজি মনের ভেতরে। আমি তো সুখ খুঁজি মানুষের মাঝে। আমি তো সুখ খুঁজি অন্যের চোখের জল মুছে দেয়ার মাঝে। সুখ খুঁজি ভালোবাসার মাঝে, প্রকৃতির মাঝে।

আমি, আমিই থাকতে চাই। এর মাঝেই সুখের সন্ধান করি। লোকে পাগল বলেছে, আহাম্মক বলেছে। বলুক না। তাতে কী! পাগলের সুখ তো মনে মনে।

প্রকৃত সুখী মানুষ তো সে, যে কিনা নির্মল বাতাসের মাঝে দীর্ঘশ্বাস ফেলে বলতে পারেÑ ‘আমি ভালো আছি, তুমি ভালো থেকো।’

ভালোবাসার মাঝে যে সুখ লুকিয়ে আছে, তা-ও স্বার্থপরতার কাছে মাঝে মাঝে হার মেনে যায়। কখনো সংসারে অভাব, কখনো বা চাহিদা মেটানোর তাগিদ। সব মিলিয়ে হাঁপিয়ে ওঠা এক জীবন। যে জীবনে সুখের চেয়ে দুঃখের ঘানি বেশি টানতে হয়। অতঃপর যখন সুখ এসে সত্যিই ধরা দেয়, ঠিক তখন নতুন কোনো অসুখে সেই সুখটাও বিনষ্ট হতে চলে। সুখ খোঁজার জন্য দুঃখকে বরণ করতে যেন মহাব্যস্ত গোটা পৃথিবী।

পৃথিবী এখন বৈষম্যের চাদরে ঢাকা। যে যেভাবে পারছে; সেভাবেই বৈষম্যের সৃষ্টি করছে। সুখের সন্ধান করতে গিয়ে অন্যের জান-মাল নিয়েও ছিনিমিনি খেলছে। নীতি নৈতিকতার বড়ই অবক্ষয়। সবাই শুধু গাড়ি-বাড়ির পেছনে ছুটতে গিয়ে সত্যিকারের সুখটাকে জলাঞ্জলি দিচ্ছে। তবুও পৃথিবীতে নেমে আসুক সুখ; এমনটাই এখন পরম করুণাময়ের কাছে প্রতিদিনের প্রার্থনা।

[লেখক : শিক্ষক, সাহিত্যিক]

back to top