alt

উপ-সম্পাদকীয়

আত্মহত্যা রোধে নৈতিক শিক্ষা

মমিনুর রহমান

: বুধবার, ০৩ এপ্রিল ২০২৪

বিশ্ববিদ্যালয়ে যেন আত্মহত্যার মিছিল শুরু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেশ কাটতে না কাটতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদ্রিতা গত রোববার আত্মহত্যা করল। পরীক্ষায় নকলের ভুল স্বীকার করার পরও ক্ষমা না পাওয়ায়, লজ্জায় আত্মহত্যা করেছে সাবিহা নামে কলেজছাত্রী। মিডিয়াগুলো দেখাচ্ছে, এক দিনে ৩ জনের আত্মহত্যা। কয়েক মাস আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বিবাহের কয়েকদিন পরেই ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এ রকম অসংখ্য খবর পত্রিকার পাতায় ভেসে আসে আমাদের সম্মুখে। যারা আত্মহত্যা করছে সবাই শিক্ষিত বা উচ্চ শিক্ষিত। আঁচল ফাউন্ডেশন বলছে, অধিকাংশ আত্মহত্যা অভিমান কিংবা আবেগ থেকে হয়। মনে মনে ভাবি, নিজের জীবনের থেকে কী আবেগের মূল্য বেশি!

বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা শিক্ষার আতুরঘর হিসেবে জানি ও মানি। শিক্ষাপ্রতিষ্ঠান একটি শিক্ষার্থীকে ‘ফুল’ হিসেবে গড়ে তোলার পবিত্র স্থান। যেই ফুলের সুবাস দেশের প্রত্যেকটি সেক্টরে প্রস্ফুটিত ও সুভোশিত হবে কিন্তু পাপড়ি ফোটার আগেই অগণিত প্রাণ অকালেই ঝরে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় আমাদের সাদা-কালো, ঠিক-বেঠিকের ব্যবধান জানায় ও শেখায়। কিন্তু বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্র অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যেন নৈতিকতার বড় অভাব। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, যে যারা এসব ঘৃণিত কাজ করছে তাদের কিছুই হচ্ছে না। বেশি জোর হলে ৬ মাস কিংবা ২ বছরের জন্য সাময়িক বহিষ্কার হচ্ছে। আমি এটাকে শাস্তি বলতে নারাজ। তবে আরাম দ- বলা যেতে পারে। এখানে শুধু শিক্ষকদের দোষ দিয়ে সমস্যা সমাধান হবে না। বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের সঙ্গে চাকরির সিলেবাসের সম্পূর্ণ অমিল রয়েছে। চার কিংবা পাঁচ বছর পড়াশোনা করে চাকরির জন্য একদম নতুন করে শুরু করতে হচ্ছে। ফলে অনিশ্চিত ভবিষ্যত, অর্থনৈতিক কলহের জন্য হতাশায় ভুগতে হচ্ছে। আত্মহত্যা রোধ কিংবা সচেতনতা বৃদ্ধি করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সভা বা সেমিনার চোখে পড়ে না। বর্তমান পরিস্থিতিতে অন্তত দুই তিন মাসের মধ্যে একটি সেমিনার করা উচিত।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদেরও দায় রয়েছে। সহপাঠী হিসেবে আমাদের বন্ধুদের সঙ্গে সময় দিতে কুণ্ঠিতবোধ করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইরুজ অবন্তিকার পোস্টটি পড়লে সহপাঠী আম্মানের কথা বলা হয়েছে। আমরা আমাদের বন্ধুদের তেমন গুরুত্ব দিচ্ছি না। বন্ধুর হতাশার কথা শোনার যেন সময় নেই আমাদের। হাই হ্যালোর মধ্যে বন্দী হয়ে আছি। সবমিলে একজন শিক্ষার্থী হতাশার খাঁচায় নিমজ্জিত হচ্ছে। হতাশার খাঁচাকে ছিন্নভিন্ন করে যে বেরিয়ে আসতে পারবে সে আসল বিজয়ী। জীবন সকাল বেলার সূর্য নয় যে নিয়ম করে উঠবে। অনেক চড়াই-উতরাই পার করে চলতে হয়। জীবনে দুঃখ-কষ্ট, মান-অভিমান থাকবেই, তাই বলে আত্মহত্যার মতো ঘৃণিত কাজ করা ঠিক নয়।

যে জায়গা থেকে আত্মহত্যার প্রতিরোধ গড়ে তোলার কথা, সচেতনতা বৃদ্ধি করার কথা সেই জায়গায় যেন নৈতিক শিক্ষার বড্ড অভাব। বাস্তবে বিশ্ববিদ্যালয় আমাদের বিকশিত করে তোলে। গাছ যেমন ডালপালা ছড়িয়ে বিশাল আকার ধারণ করে নিজের অস্তিত্বকে জানান দেয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আমাদের অস্তিত্বকে জাগিয়ে তোলে। আর নৈতিকতা এই শিক্ষাকে উঁচু স্তরে নিয়ে যায়। সৃষ্টির শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করে। আত্মহত্যাকে বুড়ো আঙুলি দেখায়। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে আত্মহত্যা রোধে নৈতিক বা ধর্মীয় শিক্ষা প্রসারে আরও সোচ্চার হওয়া উচিত।

[লেখক : শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়]

লোকসান কমাতে ট্রেনের ভাড়া বাড়ানো কতটা যৌক্তিক?

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী

অর্থনীতির চ্যালেঞ্জ ও আগামী বাজেট

স্মার্ট দেশ গড়তে চাই স্মার্ট বিশ্ববিদ্যালয়

নিরাপদ সড়ক কেন চাই

মধ্যপ্রাচ্যে আগ্রাসন ও সন্ত্রাস সৃষ্টির দায় কার

ম্যাজিস্ট্রেট ও পুলিশের কাছে দোষ স্বীকারে সাক্ষ্যগত মূল্য ও বাস্তবতা

সমস্যায় জর্জরিত সড়ক, প্রতিকার কী

বিশ্ব ভেটেরিনারি দিবস

শিক্ষক নিয়োগ : পর্বতসম দুর্নীতির সামান্য প্রকাশ

সব মানুষের জন্য স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে হবে

ছবি

চৌবাচ্চার ফুটো এবং আমাদের উন্নয়ন

কিশোর গ্যাং : নষ্ট রাজনীতির বিনষ্ট সংস্কৃতি

মন্ত্রণালয় ভাগ করে লাভবান হলো কারা?

রম্যগদ্য : মর্জিনার কলঙ্কিত দাগ

সোমালিয়ার গরিব জেলেরা কীভাবে জলদস্যু হলো

চিকিৎসা জগতের বাতিঘর জন হপকিনস বিশ^বিদ্যালয়

জলবায়ু পরিবর্তনের দৃশ্যমান প্রভাব

দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর অবস্থান ও আজকের বাংলাদেশ

আবিষ্কারমূলক শিখন পদ্ধতি

টেকসই কৃষিতে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা

ছবি

জয়নুলের সাঁওতাল দম্পতি এবং সুমনের সৌন্দর্যপ্রিয়তা

এরপরও কি গাছ লাগাবেন না, বন রক্ষা করবেন না?

বিশ্ব ধরিত্রী দিবস

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিলের শেষ কোথায়

খুব জানতে ইচ্ছে করে

কোন দিকে মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের সংকট?

কৃষিগুচ্ছ : ভর্তির আবেদনের নূ্যূনতম যোগ্যতা ও ফলাফল প্রস্তুতিতে বৈষম্য

ছবি

গণপরিবহনে নৈরাজ্যের শেষ কোথায়

ছাত্র রাজনীতি : পক্ষে-বিপক্ষে

ছবি

বি আর আম্বেদকর : নিম্নবর্গের মানুষের প্রতিনিধি

চেকের মামলায় আসামির মুক্তির পথ কী

রাম-নবমী : হিন্দুত্বের নয়া গবেষণাগার

‘একটি গ্রাম একটি পণ্য’ উদ্যোগ কি সফল হবে

কিশোর গ্যাং : সমস্যার মূলে যেতে হবে

গীতি চলচ্চিত্র ‘কাজল রেখা’ : সুস্থধারার চলচ্চিত্র বিকাশ ঘটুক

tab

উপ-সম্পাদকীয়

আত্মহত্যা রোধে নৈতিক শিক্ষা

মমিনুর রহমান

বুধবার, ০৩ এপ্রিল ২০২৪

বিশ্ববিদ্যালয়ে যেন আত্মহত্যার মিছিল শুরু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেশ কাটতে না কাটতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদ্রিতা গত রোববার আত্মহত্যা করল। পরীক্ষায় নকলের ভুল স্বীকার করার পরও ক্ষমা না পাওয়ায়, লজ্জায় আত্মহত্যা করেছে সাবিহা নামে কলেজছাত্রী। মিডিয়াগুলো দেখাচ্ছে, এক দিনে ৩ জনের আত্মহত্যা। কয়েক মাস আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বিবাহের কয়েকদিন পরেই ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এ রকম অসংখ্য খবর পত্রিকার পাতায় ভেসে আসে আমাদের সম্মুখে। যারা আত্মহত্যা করছে সবাই শিক্ষিত বা উচ্চ শিক্ষিত। আঁচল ফাউন্ডেশন বলছে, অধিকাংশ আত্মহত্যা অভিমান কিংবা আবেগ থেকে হয়। মনে মনে ভাবি, নিজের জীবনের থেকে কী আবেগের মূল্য বেশি!

বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা শিক্ষার আতুরঘর হিসেবে জানি ও মানি। শিক্ষাপ্রতিষ্ঠান একটি শিক্ষার্থীকে ‘ফুল’ হিসেবে গড়ে তোলার পবিত্র স্থান। যেই ফুলের সুবাস দেশের প্রত্যেকটি সেক্টরে প্রস্ফুটিত ও সুভোশিত হবে কিন্তু পাপড়ি ফোটার আগেই অগণিত প্রাণ অকালেই ঝরে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় আমাদের সাদা-কালো, ঠিক-বেঠিকের ব্যবধান জানায় ও শেখায়। কিন্তু বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্র অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যেন নৈতিকতার বড় অভাব। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, যে যারা এসব ঘৃণিত কাজ করছে তাদের কিছুই হচ্ছে না। বেশি জোর হলে ৬ মাস কিংবা ২ বছরের জন্য সাময়িক বহিষ্কার হচ্ছে। আমি এটাকে শাস্তি বলতে নারাজ। তবে আরাম দ- বলা যেতে পারে। এখানে শুধু শিক্ষকদের দোষ দিয়ে সমস্যা সমাধান হবে না। বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের সঙ্গে চাকরির সিলেবাসের সম্পূর্ণ অমিল রয়েছে। চার কিংবা পাঁচ বছর পড়াশোনা করে চাকরির জন্য একদম নতুন করে শুরু করতে হচ্ছে। ফলে অনিশ্চিত ভবিষ্যত, অর্থনৈতিক কলহের জন্য হতাশায় ভুগতে হচ্ছে। আত্মহত্যা রোধ কিংবা সচেতনতা বৃদ্ধি করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সভা বা সেমিনার চোখে পড়ে না। বর্তমান পরিস্থিতিতে অন্তত দুই তিন মাসের মধ্যে একটি সেমিনার করা উচিত।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদেরও দায় রয়েছে। সহপাঠী হিসেবে আমাদের বন্ধুদের সঙ্গে সময় দিতে কুণ্ঠিতবোধ করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইরুজ অবন্তিকার পোস্টটি পড়লে সহপাঠী আম্মানের কথা বলা হয়েছে। আমরা আমাদের বন্ধুদের তেমন গুরুত্ব দিচ্ছি না। বন্ধুর হতাশার কথা শোনার যেন সময় নেই আমাদের। হাই হ্যালোর মধ্যে বন্দী হয়ে আছি। সবমিলে একজন শিক্ষার্থী হতাশার খাঁচায় নিমজ্জিত হচ্ছে। হতাশার খাঁচাকে ছিন্নভিন্ন করে যে বেরিয়ে আসতে পারবে সে আসল বিজয়ী। জীবন সকাল বেলার সূর্য নয় যে নিয়ম করে উঠবে। অনেক চড়াই-উতরাই পার করে চলতে হয়। জীবনে দুঃখ-কষ্ট, মান-অভিমান থাকবেই, তাই বলে আত্মহত্যার মতো ঘৃণিত কাজ করা ঠিক নয়।

যে জায়গা থেকে আত্মহত্যার প্রতিরোধ গড়ে তোলার কথা, সচেতনতা বৃদ্ধি করার কথা সেই জায়গায় যেন নৈতিক শিক্ষার বড্ড অভাব। বাস্তবে বিশ্ববিদ্যালয় আমাদের বিকশিত করে তোলে। গাছ যেমন ডালপালা ছড়িয়ে বিশাল আকার ধারণ করে নিজের অস্তিত্বকে জানান দেয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আমাদের অস্তিত্বকে জাগিয়ে তোলে। আর নৈতিকতা এই শিক্ষাকে উঁচু স্তরে নিয়ে যায়। সৃষ্টির শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করে। আত্মহত্যাকে বুড়ো আঙুলি দেখায়। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে আত্মহত্যা রোধে নৈতিক বা ধর্মীয় শিক্ষা প্রসারে আরও সোচ্চার হওয়া উচিত।

[লেখক : শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়]

back to top