বিনোদন ডেস্ক : 2025-08-23
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল অভিনীত ছবি ‘মা’ সিনেমাটি গত ২৭ জুন বড় পর্দায় মুক্তি পেয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছিলেন বিশাল ফুরিয়া। এই প্রথম কোনো ভৌতিক সিনেমায় অভিনয় করতে দেখা গেছে কাজলকে। দীর্ঘ তিন বছর বড় পর্দা থেকে দূরে থাকার পর ‘মা’ ছবিতে আবার অভিনয় করে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। বড় পর্দায় দুর্দান্ত ব্যবসা করার পর এবার ওটিটি প্লাটফর্মে এসেছে ‘মা’। খবর হিন্দুস্তান টাইমস বাংলার। সিনেমাটির প্রিমিয়ার ঘোষণা করা হয়েছিল ওই ডিজিটাল প্লাটফর্মের তরফ থেকে। ২২ আগস্ট থেকে নেটফ্লিক্সের পর্দায় চলছে এই সিনেমাটি। নেটফ্লিক্স ডিজিটাল প্লাটফর্মের তরফ থেকে ‘মা’ সিনেমার একটি পোস্টার পোস্ট করে ক্যাপশনে লেখা, যখন রক্ষাকারী একজন মা হয় তখন প্রতিটি ধ্বংসকারীর পরাজয় হবে। দেখুন ‘মা’ ২২ আগস্ট থেকে নেটফ্লিক্সের পর্দায়। ‘মা’ সিনেমায় কাজল ছাড়া অভিনয় করেছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত, রনিত রয় এবং খোরিন শর্মা। ছবিটি প্রযোজনা করেছেন অজয় দেবগন, জ্যোতি দেশপান্ডে এবং কুমার মঙ্গট পাঠক। চিত্রনাট্য লিখেছিলেন সাইউইন কুয়াড্রাস। সম্পাদনা করেছেন সন্দীপ ফ্রান্সিস। সংগীত পরিচালনা করেছেন হর্ষ উপাধ্যায়, রকি খান্না এবং শিব মালহোত্রা। ছবিটির গল্প তৈরি হয় অম্বিকা অর্থাৎ কাজল এবং তার মেয়েকে ঘিরে। অম্বিকা স্বামীর মৃত্যুর পর তার গ্রামে যান এবং একটি দৈত্যাকার অভিশাপের সম্মুখীন হন যা তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। এরপর কীভাবে সেই অভিশাপ থেকে নিজেকে এবং নিজের মেয়েকে মুক্ত করবেন কাজল সেটা নিয়েই তৈরি গল্প।
ছবিতে কাজল অসাধারণ অভিনয় করলেও অনেকে মনে করেছেন এই সিনেমায় ভৌতিক দিকগুলো সঠিকভাবে তুলে ধরতে অক্ষম হয়েছেন পরিচালক। যদিও ছবিটি বক্স অফিসে ৩৬.০৮ কোটি টাকা আয় করেছিল, যা নিতান্তই কম সংখ্যা নয়।