বিনোদন প্রতিবেদক : 2025-08-23
এবার দেশের জনপ্রিয় নায়ক শাকিব খান ২২ আগস্ট তার নতুন সিনেমা ‘প্রিন্স : ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’-এর পোস্টার শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের শহর চিনবে তার আসল নায়ককে!’ তবে কোন নতুন অধ্যায় ঘোষণা করলেন শাকিব খান কিংবা আসল নায়কই বা কে, এসব খবর জানতে সবাইকে অপেক্ষা করতে হবে আসছে ঈদুল ফিতর পর্যন্ত। কারণ এ সময়ই মুক্তি পাবে সিনেমাটি। ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড। পোস্টারে দেখা
যাচ্ছে, দুই হাতে বন্দুক উঁচিয়ে পেছনমুখী শাকিব। সেখানে তার চারপাশ ঘিরে আরও অনেকের হাতে পিস্তল। অনেকটা গ্যাংস্টার লুক বোঝা যাচ্ছে। পোস্টারে ঢাকা শহরের বিভিন্ন জায়গার নাম, যেমন- উত্তরা, গাবতলী, মোহাম্মদপুর, বাড্ডা, কারওয়ান বাজার, শাঁখারীবাজার, গেন্ডারিয়া প্রভৃতি উল্লেখ করা হয়েছে। এদিকে, শাকিবের নতুন সিনেমার পোস্টার দেখে তো তার ভক্তরা রীতিমতো উচ্ছ্বসিত। জানা গেছে, খুব শিগগির শুরু হবে সিনেমাটির শুটিং। এটাও শোনা যাচ্ছে, এতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে তিন নায়িকাকে। যদিও নায়িকাদের নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি।