বিনোদন প্রতিবেদক : 2025-08-23
রাজধানীর গুলশানের একটি অনুষ্ঠানে সন্ধ্যা থেকে রাত অবধি সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী রাজীব, লিজা ও মৌমিতা বড়ুয়া। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন উপস্থাপিকা শান্তা জাহান। বিষয়টি নিশ্চিত করেছেন শান্তা জাহান। এই সময়ে এসে শিল্পীদের স্টেজ শো তুলনামূলকভাবে অনেক কমে গেছে। তারপরও ঢাকায় ও ঢাকার বাইরে টুকটাক স্টেজ শো হচ্ছে। যেখানে কখনও সিনিয়র শিল্পীরা প্রাধান্য পাচ্ছেন। আবার কখনও এই প্রজন্মের শিল্পীরা প্রাধান্য পাচ্ছেন। শ্রোতা-দর্শকের চাহিদার ওপরই নির্ভর করে কোনো শিল্পীরা গান গাইবেন। আজ রাজধানীর গুলশানের বিশেষ এই আয়োজনে মূলত সবার প্রবল আগ্রহেই রাজীব, লিজা ও মৌমিতাকে নেয়া। শান্তা জাহান বলেন, ‘এটা সত্যি এই মুহূর্তে স্টেজ শো আগের তুলনায় বেশ খানিকটা কম। স্টেজ শো’ই আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। স্টেজ শোর পাশাপাশি টিভি শোটাও আমি, আমরা নিয়মিত চেষ্টা করি। কিন্তু আমরা যারা উপস্থাপনা করি কিংবা যারা সংগীতকে পেশা হিসেবে নিয়েছেন তাদের জন্য স্টেজ শোটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হোক দেশের মধ্যে কিংবা দেশের বাইরে। বিগত কয়েক মাসে কিন্তু স্টেজ শো খুব কম হয়েছে। অনেক শিল্পীই স্টেজ শো পাচ্ছেন না। বিষয়টা শিল্পীদের জন্য কষ্টের। তবে আশা করছি এই পরিস্থিতি থাকবে না। নিশ্চয়ই আবারও আমরা আগের মতো ব্যস্ত হয়ে উঠব। শিল্পীরাও একের পর এক স্টেজ শোতেও ব্যস্ত হয়ে উঠবেন। আজকের অনুষ্ঠানটি আশা করছি ঠিকঠাক মতো সম্পন্ন করতে পারব।’ লিজা বলেন, ‘কিছুদিন আগে ইউরোপের পাঁচটি দেশে একের পর এক স্টেজ শো করে দেশে ফিরেছি। দেশে ফিরেও এরই মধ্যে আমি বেশ কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করেছি। তবে এটা সত্যি তুলনামূলকভাবে স্টেজ শো এখন কম। আশা করছি স্টেজ মৌসুমে শো বাড়বে। আর এরমধ্যে আমি বেশ কয়েকটি টিভি চানেলে ম্যাগাজিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি।’ রাজীব বলেন, ‘সংগীতশিল্পীদের সবচেয়ে ভালো লাগার ভালোবাসার জায়গা হলো স্টেজ। স্টেজ-এ গান গাইতেই তাদের বেশি ভালো লাগে। কারণ শ্রোতা-দর্শকের সরাসরি প্রতিক্রিয়া এবং শিল্পীর সঙ্গে শ্রোতা দর্শকের যে কানেকটিভিটি তৈরি হয় সেটা অনেক ভালো লাগার। আজ যাদের আয়োজনে গাইব চেষ্টা করব গানে গানে তাদের মুগ্ধ করতে।’
মৌমিতা বড়ুয়া বলেন, ‘এই আয়োজনে আমাকেও রাখার জন্য আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আজ গানে গানে মুগ্ধ হবেন সবাই- এমনটাই প্রত্যাশা।’ এরই মধ্যে মৌমিতা আরটিভির ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানের জন্য সংগীত পরিবেশন করেছেন।